স্বরবৃত্তঃ ৪+৪/৪+২
মাত্রা বৃত্তঃ ৫+৫/৫+২
- পরের ক্ষতি মন্দ অতি
- বুঝবে সবে কবে,
- জীবন সুখে নিজের বুকে
- তীর বিঁধিবে যবে।
- পরের ক্ষতি করতে অতি
- মনের লাগে ভালো
- নিজের কাজে নানান সাজে
- ধরা ভীষণ আলো।
- পরের ক্ষতি জীবন গতি
- নষ্ট করে কভু
- চাইবে যতো পাইবে ততো
- শুদ্ধ নারে তবু।
- পরের ক্ষতি মজায় অতি
- দুষ্ট জনে বুলি
- মনে মনে জনে জনে
- রাতে ছাড়ায় ধুলি।
- তাদের কথা বলতে ব্যথা
- লাগে ভালো মনে
- পাজির সাথে নয়তো হাতে
- কয় রে ক্ষণে ক্ষণে।
রচনাকালঃ
৩০/০৬/২০২১
৪৮৫জন
৪২২জন
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা সবসময়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো থাকুবেন।
আরজু মুক্তা
পরের ক্ষতি করে যারা মজা পায়। একদিন তাদেরও ক্ষতি গয়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
একদম ঠিক বলেছেন।
শুভকামনা রইল।।
হালিমা আক্তার
অন্যের ক্ষতি করে কখনো নিজে শান্তিতে থাকা যায় না। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল