আমার মন আজ আর ভালো নেই…রোদ নেই,
আকাশে তাঁরাও নেই …ওরাও ভালো নেই!
মাঠেরা কেঁদে ফিরছে ভোর বেলায়,পাখিরা
আর ঘরে ফেরে না,ফিঙে কোন অজানা
আশঙ্কার প্রতীক্ষায় দিন গোনে,পার হয়ে যায়
বেলা ,সকাল বেলা,সন্ধ্যে বেলা…..আবার ভোর!
ঊষারানী ভেজা চোখে,কাপড় হীন, খিদে পেটে
বাড়ি ঢোকে….!বন্যরা আজকাল বেশ ভয়ে থাকে,
বনে খাবার নেই,বন নেই,পশুদের মন নেই!
ওরা আজ আর ভালো নেই!
এ-নিয়ে চাঁদ সারারাত ধরে আম পাতার আড়ালে বসে কেঁদেছে,রাস্ত্য কতবার হেঁটেছেও শ্বেত-বস্ত্রে,
খালি পেটে…তাতে কারুর কিছুই হয়নি…পুকুরের জলে যেমন শ্যাওলা ছিলো তেমনি আছে!চাঁদ কিন্তু চাঁদের মতো আর নেই,বাসের চাকায় থেতলে গেছে,ফুটপাতের কুকুরগুলো নৈশ-প্রহরে, পোড়া রুটি ভেবে কাঁমড়ে কামড়ে খায়…
মনেদের মন নেই,আজ আমার মন ভালো নেই!
আমি অনন্তের হাত ধরে প্রতীক্ষালয়ে বসে আছি,
প্রতীক্ষায় আছি,জবা ফুলের সবুজ হয়ে ফোটার অপেক্ষায়…
@ বাড়ি,
তারিখ-১৭/০৫/১৩
সময়-১ঃ০০ দুপুর
৫টি মন্তব্য
প্রজন্ম ৭১
মন কেনো থাকবেনা ? মন ভালো করুন ।
বনলতা সেন
ভালো লেগেছে খুব ।
জিসান শা ইকরাম
মনেদের মন নেই,আজ আমার মন ভালো নেই!
আমি অনন্তের হাত ধরে প্রতীক্ষালয়ে বসে আছি,
প্রতীক্ষায় আছি,জবা ফুলের সবুজ হয়ে ফোটার অপেক্ষায়…—– বাহ! সুন্দর
শিশির কনা
অপেক্ষার হোক অবসান
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া