নাগরিক শোকসভায় সন্তের নির্লিপ্তি নিয়ে বেঁচে থাকি, প্রতিদিন বাঁচি। ঘন্টা মিনিটের হিসেবে। প্রলম্বিত কান্নার সুর বাজে আবহ সংগীতে। একটা অচল ঘড়ির কাটা থেমে আছে কিছু আলোর ভোর বুকপকেটে লুকিয়ে, তারমাঝে জ্বলে ওঠে একটা দুটো বাতি ….
… নীল বাতি, লাল বাতি, সবুজ বাতি আর ক্ষনস্থায়ী সাবধানতার হলুদ বাতি। ঢেউ হয়ে এসে নিশ্চিত অতীত দোলা দিয়ে যায় অস্থির বর্তমানে। নির্ভরতার নাম পাল্টে হয়েছে সূদূর, স্বর্গের ফুল নেমে এসে ধূলায় হারালে কোথায়?
কখনো বুঝি বৃষ্টি নামে চুপিসারে, অদ্ভুত কাঠিন্যের মুখোশ খুলে মানুষ হয়ে যেতে হয় কখনো। পুতুল হয়ে দাড়িয়ে আছি…..
তারপর, খসে পরা তারার মতো ভালোবাসা অনিশ্চিত টোকা দেয় বন্ধ দুয়ারে। ভুলে থাকার ছাই সরে যায় বাউড়ি বাতাসে। …. ভালবাসার ওমে পাশ ফিরে ঘুম নির্দয় স্বপ্নভুক। ভালোথাকি ভালোরাখি।
শোকে সন্তাপে সমান নির্বিকার … বেঁচে থাকো, বাঁচিয়ে রাখো।
কত সুদীর্ঘ রাত যায়, কেটে যায় দিন
শূণ্যের ভেতরে একে যাই শূন্যতা,
কাটছে, কাটবে – এবং ফুরাবে এ জনম
একলাই ; তুমিও তোমার স্পর্শবিহীন।
সম্পুরক – আমায় একটু আড়াল দেবে কি, লুকোব
৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভুলে থাকতে চাইলেই কি ভুলে থাকা যায়?
স্মৃতিরা মায়া হয়ে ভাসতে থাকে চোখের সামনে,
আগুন রঙের শিমুল
হ দাদা, স্মৃতির মায়ারা রংডুবি খেলে স্বপ্নের ভেতর – আহা জীবন, হায় জীবন।
মোঃ মজিবর রহমান
কত সুদীর্ঘ রাত যায়, কেটে যায় দিন
শূণ্যের ভেতরে একে যাই শূন্যতা,
কাটছে, কাটবে – এবং ফুরাবে এ জনম
একলাই ; তুমিও তোমার স্পর্শবিহীন।—– দারুন বলেছেন ভাই।
নির্লিপ্তি নিয়ে বেঁচে থাকি-==— উপায় খুজে পাওয়া দুস্কর। যে সর্ষের তেলে ভুত তাড়াবে সেই সর্ষের তেলে ভুত ঘুটি গেড়ে , শোকসভা পন্ড করাই ব্যাস্ত।
আগুন রঙের শিমুল
শোকসন্তপ্ত মানুষের চোখ দেখেছেন? সেখানেও খেলা করে চাপা উল্লাস – পরবর্তী উৎসব প্রস্তুতি 🙂 নির্লিপ্তি আপেক্ষিক
মায়াবতী
আজকাল শর্ট টাইম মেমোরী লস হচ্ছে আমার :p, যখন সেই মুহুর্ত টা আসে তখন খুব সুখ সুখ একটা ভাব ও আসে চারপাশে কিন্ত শর্ট টাইম টা এতো টা ই শর্ট যে …. ভুলে থাকার এই আয়োজন গুলো কেনো এতো শর্ট !!! কি সুন্দর করে লিখে ফেলেন আপনি শব্দ সাজিয়ে সাজিয়ে কবিতা ! বাহ …
আগুন রঙের শিমুল
শর্ট টাইম মেমোরি লস খারাপ না, চাপাপরে দমবন্ধ হয়ে মরার থেকে বেটার। ফ্রেশ স্টার্ট 🙂 সবারই সুযোগ থাকা দরকার – কেউ চশমা খুলে আড়ালে যায়, কেউ শর্টটার্ম মেমোরি লসের … আড়াল একই
মৌনতা রিতু
কচ্ছপের সে খোলস খুলে নির্জন দ্বীপে দাঁড়িয়ে উঁকি মারি দূর দিগন্তে সমুদ্রের বুকে এক নতুন সূর্য।
নতুন দিনের ডাক।
সৈকতে মানুষের কোলাহল, আবারো লুকিয়ে পড়ি শক্ত খোলসে।
চমৎকার লিখেছেন।
আগুন রঙের শিমুল
হু, আমি নগরীর জেষ্ঠ শামুক 🙂
খোলস সত্যি, খোলসেই মুক্তি।