আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
তুমি তো আমাকে সেই বিদীর্ণ প্রহরে,
প্রপোজ করেছিলে।
আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
সত্যি সত্যি আমি চাইনি,
কারণ বর্তমান ভালোবাসা রিয়েল না,
টাইম পাস।
তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়ে
হৃদয়ের গহিনের সুপ্ত ভালোবাসা জাগ্রত করেছিলে
স্বার্থপরের মতো অন্যের হাত ধরে চলে গেলে।
শুধু ধোঁকা পাব তার জন্য আমি
কখনো ভালোবাসার অদৃশ্য মায়া জালে
বদ্ধ হতে চাইনি,
সত্যি সত্যি আমি তো চাইনি,
তোমাকে ভালোবাসতে।
বসন্তের আগমনে সুন্দর তোমার লেখা কবিতা খানি,
আজও আমার মনে আছে,
তুমি তো সদা বসন্তকালে
মাথায় পড়তে বাসন্তী ফুলের খোঁপা,
আমি তো তোমার জন্য অসংখ্য বাসন্তী ফুল এনেছি,
তোমার স্মৃতি বিজড়িত সব আজ আমারে কাঁদায়
নিশ্চুপ থাকতে দেয় না তো কখনো।
৬টি মন্তব্য
পপি তালুকদার
ভালোবাসতে চাই নি কারন হৃদয় ক্ষতবিক্ষত হবে
তবুও ভালোবেসে ফেললাম……
শুভকামনা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুধু ভয় হারানোর।
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
ভালোবাসা এমনি।
শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
সাখাওয়াত হোসেন
যেখানেই থাকুক ভালবাসার মানুষ সুখে থাক…
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সতত প্রিয়।