বিশ্বকাপের না না চমক
বিশ্বকাপের না না চমক
সাম্বা নাচের দেশ,
বিশ্বকাপের মাসকট দ্যাখো
ফুয়েলকা হাসে বেশ।
নতুন বলে যায়রে ছুঁয়ে
নন্দন জাদুর পা,
ব্রাজুকা নামের বলটি এবার
খাবে রে হাজার ঘা।
গোল গোল করে সবাই
কাটবে দাঁতের নখ,
না পাইলেই গোলের দেখা
ব্যর্থ মনো রথ।
১৪২১@ ২৯ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল।
৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
:Delighted:
জিসান শা ইকরাম
🙂
ভালোই লিখেছেন ।
নীলাঞ্জনা নীলা
আপনার লেখায়ও ভালো চমক আছে।
শুন্য শুন্যালয়
মজার তো… 🙂