বৈশাখ

বেলাল হোসাইন রনি ৮ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ০৯:৪৭:১৮পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

বৈশাখ এলে রমনিরা সাজে
লাল-সাদা শাড়ীর ভাজে।
বৈশাখ এলে বাঁশি বাজে
রমনার বট মুলে গায় বৈশাখী গান।
জেগে ওঠে বাঙ্গালীর সংস্কৃতির দ্বারা।
গ্রামে গঞ্জে জেগে ওঠে বৈশাখী মেলা

৮১৫জন ৮১৫জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ