রাত ভোর বৃষ্টি শেষে,
ঘাট দূর্গম হয়ে দাঁড়ায়,পিচ্ছিল
তালগাছের বডি গুলো শুয়ে
খোঁটার উপরে এলিয়ে বিকলাঙ্গ পা!
যা মাটি বন্ধক ছিল,ধসে
বসে পানা পুকুর,কলমি,বুনো,
কত অজানা নামহীন গোত্রহীন ফুল!
ওখানে ছায়া ছায়ায় কদমের হাত,
দীর্ঘশ্বাস, শিহরন,
তবুও বর্ষার মায়া ঘন টান,
স্বপ্নলতা লাঠি ধরে ওঠে
থালা হাতে,যদি পড়ে একটুকরো…
শ্যাওলা পুকুরের মাথায় এখনও
মেঘের আনাগোনা, ভাঙা পাড়ে নরম কাদা…
@ বাড়ি,
তারিখ-২৬/০৬/১৩
সময়-৬ঃ০০ সন্ধ্যা
১০টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
অপূর্ব লিখেছো ভাই, ঠিক সেই পরিচিত ঢঙে ।
এজহারুল এইচ শেখ
ODhel ValObasa niyo..vai
ব্লগার সজীব
কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাই ।
শিশির কনা
আপনার সুন্দর কবিতাটি সোনেলার থিম পরিবেশের সাথে মিলে গিয়েছে ভাই । (y)
আদিব আদ্নান
সকালে আপনার এই বৃষ্টি কবিতা পড়ে ভাল লাগল ।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর কবিতা, ভাল লেগেছে খুব ।
অন্তরা মিতু
ওখানে ছায়া ছায়ায় কদমের হাত,
দীর্ঘশ্বাস, শিহরন……………………………..
স্বপ্নলতা লাঠি ধরে ওঠে
থালা হাতে,যদি পড়ে একটুকরো…
শ্যাওলা ………..
মুগ্ধ হলাম
আর নামটাও সুন্দর এবং যথার্থ…..
অপ্সরা সিজেল (বনলতা সেন)
মুগ্ধ পাঠ! সুন্দর!
প্রজন্ম ৭১
(y) (y) ভালো লিখেছেন ।
লীলাবতী
এজহারুল ভাই , আপনার সেরা কবিতার মাঝে এই কবিতা স্থান পাবে । (y)