বৃষ্টির পর

এজহারুল এইচ শেখ ২৬ জুন ২০১৩, বুধবার, ১১:৪২:৩৬অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

রাত ভোর বৃষ্টি শেষে,
ঘাট দূর্গম হয়ে দাঁড়ায়,পিচ্ছিল
তালগাছের বডি গুলো শুয়ে
খোঁটার উপরে এলিয়ে বিকলাঙ্গ পা!

যা মাটি বন্ধক ছিল,ধসে
বসে পানা পুকুর,কলমি,বুনো,
কত অজানা নামহীন গোত্রহীন ফুল!

ওখানে ছায়া ছায়ায় কদমের হাত,
দীর্ঘশ্বাস, শিহরন,
তবুও বর্ষার মায়া ঘন টান,
স্বপ্নলতা লাঠি ধরে ওঠে
থালা হাতে,যদি পড়ে একটুকরো…

শ্যাওলা পুকুরের মাথায় এখনও
মেঘের আনাগোনা, ভাঙা পাড়ে নরম কাদা…

@ বাড়ি,
তারিখ-২৬/০৬/১৩
সময়-৬ঃ০০ সন্ধ্যা

৮৩৩জন ৮৩৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ