কতো সুন্দর নীলাকাশ

ডানা মেলে উড়ে যায় বলাকা,

সূর্য কখন যেন হারিয়ে যায়

মেঘ রোদ্দুর লুকোচুরি খেলায়।

রাতের আঁধারে জেগে থাকে চাঁদ

নক্ষত্র দেয় পাহারা

এসব কিছুই পড়ে না চোখে

পড়বেই বা কি করে!

দৃষ্টি আজও আটকে আছে

শিকল বাঁধা চরণে।

বৃত্তের মাঝে বন্দী জীবন

বাহিরের আলো চোখে পড়ে না,

দাসত্বের গুহায় সমর্পিত সময়

পরিধির প্রান্ত সীমায় নাহি পৌঁছে।

ছবি সংগ্রহ-নেট থেকে।

৫৩৯জন ৪১১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ