
বুক পুড়ে অন্তদহে ~~~
~~~ কামরুল ইসলাম
এক ঝাঁক উপমার ডানা মেলে তুমি
এসে ছিলে কবিতার খাতায়
অব্যক্ত কথা মালায় জুড়ে ছিলে
প্রতি নিশিতের স্বপ্ন ধারায় ।
রাত গুলো আজ শূণ্য পড়ে রয়
অলস সময়ের বিরহে
সব আছে ঠিক, শুধু তুমি নাই
কবিতার বুক পুড়ে অন্তদহে ।।
রচনা কাল ঃ ০৫/০৬/২০২২
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রিয়জন হঠাৎ করে হারিয়ে গেলে নিজেকে এমন করেই নিঃস্ব লাগে। সো স্যাড।
কবিতা আরও বড় করা লাগবে, বড় না হলে একাধিক কবিতা দিয়ে একটা পোস্ট দিতে হবে। নইলে আগামীতে এত ছোট লেখা এপ্রুভ হবে না কামরুল ভাই।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ
ও
শুভ কামনা ❤️❤️🌹🌹
কবিতা তো এমনি আপু, কখনো বড় হবে, কখনো ছোট্ট হবে ।
সব গুলো তো আর সমান কলেবর হবে না , তাই না ?
আলমগীর সরকার লিটন
চমৎকার এক প্রেমময় প্রকাম কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
মোঃ মজিবর রহমান
হাহাকার তারি অভাবে অন্তরখানি শুন্যতায় ভরা।
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
হালিমা আক্তার
হয়তো আবার আসবে কবিতার খাতায় শব্দ মালা হয়ে। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️❤️🌹🌹
ও
শুভ কামনা 🌹🌹❤️❤️
রিতু জাহান
যখন কেউ আসে তখন এমন হাজার উপমার ডানায় চড়েই যেনো আসে। হারিয়েও যায় বিষন্ন সুন্দর নিয়ে।
প্রেম বিরহ ভালো লেগেছে,,,
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹
অনেক শুভ কামনা 🌹🌹❤️❤️