বীরবাহু উমর পর্ব -২

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ জানুয়ারি ২০২১, শনিবার, ০৭:০৪:৫৮পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
  1. নিজের স্ত্রীকে দিয়ে উমর
    করায়ছ দায়ের কাজ
    তার জন্য তুমি উমর
    পাওনি কভু লাজ।
    আমজনতার নিয়েছ খবর
    গভীর রাতে ঘুরে
    কার আছে কিসে অভাব
    দিয়েছ তা পুরে।
    প্রহরীবিহীন সম্রাট উমর
    চলছে উষ্ট্রের পিঠে চড়ি
    একমাত্র ভৃত্য তােমার চলে
    উষ্ট্রের রশি ধরি।
    ভৃত্য চড়ে  উষ্ট্রের পিঠে
    উমর ধরে রশি
    সম অধিকার দিয়ে চলে
    দৃপ্ত পায়ে গগনের শশী।
    সদা তোমার বলিষ্ঠ কন্ঠ
    কাফেররা পেতে ভয়
    কাবা সম্মুখে পড়িল নামাজ
    রাসূলে মান সমুন্নত রয়।
৬০০জন ৪৪২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ