অগনিত আকাশ পোষা আছে – বুক পাজরে,
কোন কোন আকাশের গায়ে জাফরি কাটা আলোর ভোর
কোনটায় সফেদ বিচ্ছিনতায় উদ্বেল ভালোবাসার মুখ –
কোথাও জমাট বিরহের বকুলগন্ধা নির্লিপ্তি,
আরেকটা আকাশের হৃদপিন্ড ছুয়েঁ আছে হার্ট অব দ্য ওশেন।
অগনিত আকাশ, আকাশের ওপারে নির্জন ঘুম –
নিজেকে নিজে আড়াল করা আকাশ, দমফোট চিলচিৎকার –
অন্য আকাশে বেঘোর ঘুমের রাজকন্যে ; জীয়নকাঠি
খাঁচার মাপে দাম দিয়ে কেনা আকাশের বুকে ; নির্ঘুম রাত কাটে কার।
একটা আকাশ ইশ্বরসাজের মানবের।
সে কখনো নির্বান স্বপ্ন দেখেনা, নিষিদ্ধ স্বপ্ন।
১৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এক বুকের ভেতর এতো আকাশ!! মাল্টিপার্পাজ দামের কম হয় তবে কাজের বেশি। একটা আকাশ বৃষ্টির জন্য বলা হয়নি, তবে যেন ঝুমকালো মেঘের কুন্ডলি আকষ্মিক ঝড়ে বৃষ্টি সমেত উড়ে গেলো, এটাই বোধ হয় সেই নিজের কাছে নিজের আড়াল করা আকাশ!
স্বপ্নতো সবই নিষিদ্ধ, একা একাই দেখতে হয়।
ভালো লেগেছে। 🙂
আগুন রঙের শিমুল
অসংখ্য আকাশে ভাগ হয়ে বাঁচি প্রিয় শূন্য, কতখোপে ভাগ করা আছি আমি জানি না।
নীলাঞ্জনা নীলা
অসাধারণ লেখেন আপনি, এ কথা বহুবার শুনেছেন।
এতো আকাশ বুঝি সকলেরই থাকে, কেউ বলতে পারেনা। কিন্তু আপনি যে আলাদা, তাইতো বুকের ভেতরে এতোগুলো আকাশের কথা বলতে দ্বিধা করেননি।
দারুণ লেগেছে কবিতা।
আগুন রঙের শিমুল
লজ্জা পাইবার ইমু মিস্করি 🙂
ভাগ করা আকাশ থাকে সবারই, কেউ বলে কেউ বলেনা। ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
লজ্জ্বা পাবার কিছু নেই।
পারলে কবিতা লেখা শেখান। 🙂
মৌনতা রিতু
আকাশের আড়ালে আকাশ, সে আকাশের ঘুম। আমিও এমন এক আকাশে যাব। ঘুমাব। কোনো জিয়ন কাঠিতেই আর জাগব না।
আপনি তো সব সময়ই ভাল লেখেন। শুভেচ্ছা রইলো। অভিনন্দন আপনাকে পুরষ্কারের জন্য। -{@
আগুন রঙের শিমুল
জীবনানন্দদাশের মতো বললেন – ঘুমায়ে পরিবো আমি তোমাদের নক্ষত্রের রাতে 🙂
ডবল পুরষ্কার পাওয়ায় আপনাকে ডবল অভিনন্দন -{@ -{@
ইঞ্জা
অনন্য অসাধারণ ভাবে লিখে গেছেন ভাউ, খুব ভালো লিখেন তা জানি, মুগ্ধ হলাম।
আগুন রঙের শিমুল
ভালোবাসা ভাউ (3
ইঞ্জা
আপনার জন্যও ভালোবাসা ভাউ (3
ব্লগার সজীব
নিজের ভাবনা গুলো আপনার লেখায় খুঁজে পাই ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আগুন রঙের শিমুল
আমরা একই নদীর জলে ভিজি, কেবলমাত্র ঘাট বিভিন্ন হবার কারণে আমাদের দেখা হয়না সজীব (3
চাটিগাঁ থেকে বাহার
মনের গহীনে আসলেই অনেক জানালা বিদ্যমান
একেক জানালা দিয়ে একেক আকাশ
কোনোটার সাথে কোনোটার মিল নেই
কবিদের কাছে প্রত্যেকটি আকাশ ধরা দেয় ভিন্ন আমাজের কাব্যগ্রন্থ হয়ে।
যার ধ্যানের গভীরতা বেশী সে ততো অতলে পৌছতে পারে।
পাঠকের বেলায়ও একই ফর্মূলা প্রযোজ্য…….. (y)
আগুন রঙের শিমুল
ভাই (3