ক্যালেন্ডারের পাতা উল্টায়
সময় এগিয়ে যায়,
ফেলে আসা সুখ দুঃখের স্মৃতি
অতীতের আলমিরায় জমা হয়।
ব্যস্ততার ক্লান্তিতে স্মৃতির পাখিরা
নীরবতার শপথ করে,
অবসরের ঘুম ভাঙ্গে
কোন এক নির্জন দুপুরে
অথবা ঘুমিয়ে পড়া রাত্রির দ্বিপ্রহরে,
ছুটির অবসন্নতায় চোখ যায়
জমে থাকা স্মৃতির শীর্ণ রেখার ফাঁলিতে।
স্যাঁতস্যাঁতে, বর্ণহীন, পুরাতন
স্মৃতির ভাঁজ খুলে,
কিচিরমিচির শব্দে ডেকে যায়
ফেলে আসা পথের ধুলো।
চোখের কোণে ভীড় করে
এক বিন্দু মুক্তোর দানা,
বুকের গহীনে বিরহের মাতাল সুর
ব্যস্ততার ঘন্টায় ঘটে ছন্দ পতন।
হয়তো আবার কোন অবসরে
অতীতের ধুলা চোখ জ্বালাবে,
পদ যুগল এগিয়ে যাবে
আগামীর স্বপ্ন রথে ।
২টি মন্তব্য
নার্গিস রশিদ
শুভ নববর্ষ ।
হালিমা আক্তার
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।