বাবা ? তোমার ?
আমারও বাবা ছিল জানো ?
এমনি হাজারও লোকের বাবা কোথাও হারিয়ে গিয়েছে !
তার ছিল পদাতিক রাত্রি জাগরণ।
সে দৃঢ় চেত আজও মনের ভেতরে হেঁটে চলে।
মা,
সবারই মা থাকে,
হাজারও সন্তানের মা জেগে থাকে নিঝুম শূন্যতায়–
হৃদয় প্রদীপের ঘরে–সে যাপন জন্মান্তর ভরে থাকে !
১জন
১জন
১২টি মন্তব্য
মামুন
হাজারও সন্তানের মা জেগে থাকে নিঝুম শূন্যতায়–
হৃদয় প্রদীপের ঘরে–সে যাপন জন্মান্তর ভরে থাকে ! – অসাধারণ অনুভূতি হল!
শুভ সকাল কবি! -{@
তাপসকিরণ রায়
শুভ সকাল ! কবিতা ভাল লাগার জন্যে অনেক ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অসাধারন লেখা। সে দৃঢ় চেত আজও মনের ভেতরে হেঁটে চলে। আসলে পুরোটাই অসাধারন।
তাপসকিরণ রায়
আপনাদের ভাল লাগলে আমার খুশি–অনেক ধন্যবাদ রইল।
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে।
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
অরণ্য
ভাল লাগলো লেখাটি।
তাপসকিরণ রায়
ধন্যবাদ
কৃন্তনিকা
ছোট্ট কিন্তু সুন্দর… (y) (y) (y)
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালো লেগেছে দাদা।
বাবা মা কে নিয়ে এর বেশি কি বলা যায় ?
তাপসকিরণ রায়
আপনাকে অনেক ধন্যবাদ।