বাবা ও মা

তাপসকিরণ রায় ২৫ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:৩৭:২১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

বাবা ? তোমার ?

আমারও বাবা ছিল জানো ?

এমনি হাজারও লোকের বাবা কোথাও হারিয়ে গিয়েছে !

তার ছিল পদাতিক রাত্রি জাগরণ।

সে দৃঢ় চেত আজও মনের ভেতরে হেঁটে চলে।

মা,

সবারই মা থাকে,

হাজারও সন্তানের মা জেগে থাকে নিঝুম শূন্যতায়–

হৃদয় প্রদীপের ঘরে–সে যাপন জন্মান্তর ভরে থাকে !

৫৯৭জন ৫৯৭জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ