বাংলাদেশ আওয়ামীলীগের জীবন্ত কিংবদন্তি নেতা——

 

বাংলাদেশ আওয়ামীলীগের জীবন্ত কিংবদন্তি নেতা
সিলেট জেলা আওয়ামীলীগের দীর্ঘ ২৩ বছর সফলতার সাথে যিনি সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,পুরোধা ব্যক্তিত্ব,যোগ্য কর্মী তৈরী ও অসামান্য সাংগঠনিক দক্ষতা সম্পূর্ন অন্যতম সংগঠক, দীর্ঘ রাজনীতিক জীবনে দুর্নীতি যাকে বিন্দু মাত্র স্পর্শ করে নাই !!

এমনকি গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপোষহীন ভূমিকা ও স্বচ্ছ রাজনীতিতে সিলেটের এক বিরল দৃষ্টান্ত–জননেতা আ ন ম শফিকুল হকের সাথে দেখা করতে উনার বাসায় গিয়েছিলাম আজ রাতে |

আজ থেকে অনেক বছর আগে আমি যখন ছাত্রলীগ করতাম, তখন জননেতা আ ন ম শফিকুল হক এবং অকাল প্রয়াত নেতা ইফতেখার হোসেন শামিম ভাইয়ের সাথে সিলেটের ১৮ থানার প্রায় প্রত্যকটা থানায় যাবার সৌভাগ্য হয়েছিল |

আ ন ম শফিকুল হক ভাইয়ের সাথে দেখা করে মনে হল, “লক্ষ্য আর চেতনার জায়গায় সেই আগের দিনের মতই এখনো স্থির আছে লিডারের “!!! এখনও সুন্দর স্বদেশ নির্মানের স্বপ্ন দেখেন লিডার !!

সিলেটে আওয়ামীলীগের গৌরবময় অতীতকে ফিরিয়ে আনার জন্য – বিশেষ করে কর্মীদের মনোবল চাঙ্গা ও সংগঠনকে অধিকতর শক্তিশালী করার জন্য আবারও সিলেট জেলা আওয়ামিলীগে জননেতা আ ন ম শফিকুল হকের উপস্থিতি দরকার আছে বলে,আমি ব্যক্তিগত, ভাবে মনে করি|

সিলেটের আওয়ামিলীগের এখন করুন দশা !! শুধু দিবস বৃত্তিক কর্ম সূচী পালন করা হয় | থানা – ইউনিয়ন লেবেলে কোথাও কোন সম্মেলনের গন্ধ নাই !!

আমার পুরানো কিছু উকিল বন্ধু আলাউদ্দিন সহ অনেকের সাথে কথা বলে ও গত কয়েক দিনে যা দেখলাম সিলেটের প্রশাসনিক অবস্থা খুবই করুন !! পুলিশ থানায় ঘুষ ছাড়া মামলা নেয় না !!এক শ্রেনীর নব দালাদের খপরে ভরে গেছে প্রশাসন !!সময় থাকতে সাবধান হতে হবে !!

লিডারের একটা বড় গুনের কথা না বলেই নয়, সিলেটে যারা আওয়ামীলীগের বড়-মাঝারি কিংবা ছোট নেতা তারা অনেকেই বাংলার সাথে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন না !! কিন্তু আ ন ম শফিকুল হক খুব সুন্দর করে অনর্গল ইংরেজি ভাষায় বাংলার মত কথা বলতে ও লিখতে পারেন | অবসরে লিডার এখনও অনেক বই পড়েন |

অসম্ভব মেধাবী দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ,মিতবাক, ভদ্র, নম্র একজন ভালো মানুষ,প্রিয় এই নেতার জন্য অনেক অনেক শুভ কামনা !!

 

(এই লিখাটি বেশ কিছুদিন আগে দেশে বেড়াতে গেছিলাম তখন লিখে ছিলাম )

https://m.facebook.com/story.php?story_fbid=10204438699317738&id=1539118083

৪৭৩জন ৪৭৩জন
0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ