তোমাকে ঘিরে,
তুষ-কাদার আলতো রোদের
আমার যত স্বপ্ন ছিল,
সেই স্বপ্ন আমার আর নেই!
স্বপ্ন গুলো আমার,
তোমার বিলেতি মদের নেশায়,
মিশে গেছে আজ!

তোমার মতো,
আমি নেশা করতে পারি না!
ব্রম্ভ-যুগের মানুষ আমি,
ব্রম্ভা আমার টানে!

মাঝে মাঝে তোমার জন্য
আমার ক্লীষ্ট মন,
ভীষণ খারাপ হয়!
আমার স্বপ্ন গুলো,
যখন সুমেরুতে দিন-প্রতিদিন ভাঙ্গে,
তখন আমার শিরায় শিরায়
হিমস্রোত বয়!
আমার চোখে মুখে,
তাপমাত্রা বাড়ে !
অকালের কালবৈশাখী
আজ আমার বুকে বয়!
চারিদিকে হাহাকার পড়ে,
শত শত হরপ্পার শোকে!

বাঁচতে ইচ্ছা করেনা!
বাঁচতে হয় তাই বাঁচি!
সতী মায়ের মুখের
দিকে তাকিয়ে,
মায়ের সতীত্ব রক্ষার জন্যই,
সন্তান বাঁচে!

@ বাড়ি
তারিখ-১৭/১০/২০১২
সময়-৩ঃ৩২ বিকেল

৬২৪জন ৬২২জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ