
বৃষ্টি এলো বসন্ত বিদায়ে
ফুল পাখীদের কান্নায়
ঝরা ফুলে ধুলো উড়ে
কাল বৈশাখীর বন্যায় ।
রিম ঝিম এই অঝর ধারা
বিরহ আনে মনে
উষ্ণতা ভরা ফাল্গুনী হাওয়া
বিদায়ের সুর তোলে কানে ।
যায় চৈত্র আসে বৈশাখ
নতুন স্বপ্ন বুনে
ঝরা পাতার বিরহ জাগে
স্মৃতি জড়ানো আলপনে ।
যায় দিন যেমনি যাক
আগামী দিন চাই ভাল
ঋতু চক্রের বেষ্ঠনী জুড়ে
ছড়িয়ে থাকুক সুখের আলো ।
রচনা কাল ঃ ২৯/০৩/২০২২
ঢাকা
৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বসন্ত বিদায়ে অনেক শুভেচ্ছা রইল কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
বিদায় বসন্ত জীবনে আবার আসিও।
কামরুল ইসলাম
ধন্যবাদ ❤️❤️🌹🌹
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
হালিমা আক্তার
বসন্ত বিদায়ের শুভেচ্ছা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা 🌹🌹❤️❤️