
সেদিনের পর থেকে
দক্ষিণের জানালাটা আর খোলা হয় না
আহ্, কতোদিন হয়ে গেল
বন্ধ জানলার খিলে জং ধরেছে,
কাঠগুলো এখন ঘুন পোকার বসতি।
বছরের পর বছর
দুঃখ কষ্টের মলিনতায়,
স্বচ্ছ কাঁচ গুলো
আঁধারের পথ খুঁজে নিয়েছে।
মাঝে মাঝে সূর্যের আলো
জোর করেই প্রবেশ করতে চায়,
বদ্ধ কাঁচের ফাঁক গলে
আর কতোটুকু ই বা পারে।
ইচ্ছে হয় আরেকটি বার
মুক্ত বাতাসের স্বাদ পেতে
ভয় হয় ঘুন পোকার বসতি
যদি ভেঙ্গে পড়ে।
নাই বা হলো আকাশ দেখা
বেঁচে থাক বদ্ধ জানালায় ভালোবাসা।
৮টি মন্তব্য
নার্গিস রশিদ
সুন্দর অনুভূতির প্রকাশ , ভালো লাগলো । শুভকামনা ।
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনা
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
ভালোবাসাই হয়তো বদ্ধ জানালায় ও বেঁচে থাকার অসম্ভব সক্ষমতা রাখে।
ভালোবাসার জয় হোক সবসময় সর্বত্র।
খুব সুন্দর লিখেছেন আপু
হালিমা আক্তার
ভালোবাসা আছে বলেই পৃথিবী আজো সুন্দর। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সেই ভালো
গুমড়ানো কান্না
চিরকাল করে যাবো রান্না!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।