ফুল

তাপসকিরণ রায় ২৪ মে ২০১৪, শনিবার, ১১:০৩:৪৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

একটি ফুল ,

তবে কি আর একটি  ফুলের দিকে তাকানো যাবে না ?

এমনটা কি হতে পারে ?

তুমি যদি  হেসে ওঠো পদ্মরাগে–জানি না কি পরিচয়টুকু ,

একটি নারীর লাবণ্যে যদি ফুটে ওঠে ফুল–

রং পাপড়ির মাঝে যদি জেগে ওঠে মন্থর ভালবাসা ,

তবে অন্তর আবেগে কেন এই শৃঙ্খল মন ?

এক বন্দী মন , বন্ধ এক ঘর !

তুমি তবে তুল না কো তোমার স্বার্থপর তর্জনী ,

বিজনে বিহনে ভাবনা মেখলায় যদি উড়াই আবির আকাশ–

যদি ফুটে ওঠে ফুল মনের অলিন্দে—

সে মলয়জ বাতাসকে বইতে দাও–

মন কাড়া আর একটি ফুলকে না হয় স্থান দিলাম গোপন মনসিজে।

৮৩৩জন ৮৩০জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ