ফিরিয়ে দেবে আমায়

হালিমা আক্তার ২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ১১:৪৫:৩৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

তুমি বলেছিলে কী চাই

বলেছিলাম, একটু ভালোবাসা,

তুমি বললে, আর কী চাই

বললাম, একটু আগলে রাখা,

তুমি বললে, আর কী চাই

পাশাপাশি বসে গল্প করা,

তুমি বললে, আর কী চাই

মধ্য দুপুরে একসাথে হাঁটা,

তুমি বললে, আর কী চাই

পূর্ণিমায় ছাদে বসে

তোমার প্রিয় কবিতা শোনা,

তুমি বললে, আর কী চাই

হেমন্তের সন্ধ্যায় নতুন ধানের গন্ধ নেয়া,

তুমি বললে, আর কী চাই

হারিয়ে যাওয়া কুড়িটি বছর

দিতে পারো আমায়।

প্রশ্নের ঝুরি গেল থমকে!

আমি ফিরে পেতে চাই

হারানো শৈশব, আমার ছেলেবেলা

যা ছিল সোনালী পালকে মোরা।

অতীত সেতো চুরি হয়ে গেছে বহু আগে

স্মৃতির গুহায় সাঁতরে বেড়াই

মনি মানিক্যের খোঁজে।

৪৭৫জন ৩৯৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ