ইরা বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে । এই মুহূর্তে সে কমলাপুর রেইলস্টেশনের বারো নাম্বার প্ল্যাটফর্মে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে । তার ডান কাঁধে কদিন আগে নিউ মার্কেট থেকে কেনা চকলেট কালারের একটা লেদারের ব্যাগ ঝুলছে – দূর থেকে দেখে বোঝাই যায় না যে, ব্যাগটিতে দুই -তিন সেট জামা এবং এক সপ্তাহ চলার মত কিছু টাকাসহ খুঁটিনাটি বেশ কিছু জিনিস খুব যত্ন করে গুছিয়ে রাখা আছে । তবে মেয়েদের ব্যাগ তো ,তাই প্রয়োজনীয় ছোটখাটো সব জিনিস ই একটা মেয়ের ব্যাগে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় – আর বাসা থেকে পালানোর মত একটা সময় যখন সামনে এসে দাঁড়ায় তখন কোন কিছুই ফেলে রাখার মত রিস্কটা আসলে নেওয়া যায়না । কিন্তু আশেপাশের সবকিছু ছাপিয়ে ইরার চোখ বারবার তার বাম হাতের দিকেই চলে যাচ্ছে – তাড়াহুড়ো করে সব জিনিসপাতি গুছিয়ে নিলেও সে তার রুপালী রঙের প্রিয় রিস্টওয়াচ টা হাতে লাগাতে ভুলে গিয়েছে , আর তার বিপত্তিটা এখন সে বেশ ভাল করেই টের পাচ্ছে । কয়টা বাজে সেই সময়টা জানা এখন আসলেই খুব দরকার – চাইলেই হয়ত সে তার ব্যাগের ফ্রন্ট পকেটে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করে ঘড়িটা দেখে নিতে পারে , কিন্তু কেন জানি তার সেই ইচ্ছেটাই হচ্ছেনা । মোবাইলটা অন করলেই হয়ত হুট করে কারো ফোন এসে যেতে পারে – কি দরকার ? রিতুন তাকে বারবার নিষেধ করে দিয়েছে – মোবাইল অন করে রাখার কোন দরকার নেই । সে একদম সময়মত চলে আসবে – তাই কোন দিক থেকেই কোনরকম রিস্ক নেওয়ার প্রশ্ন ই আসেনা । ধরা পড়ে গেলেই তো সব শেষ । ইরার গলার কাছে আটকে থাকা নিঃশ্বাসটা একটু একটু করে ধোঁয়ার মত বের হচ্ছে । ছেলেটা আর কত দেরি করবে এখানে আসতে ?
ইরা সময় জানবার জন্য আস্তে আস্তে হেঁটে যাত্রীদের ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল । আলো জ্বালা শহরের দেয়ালে টাঙ্গানো ঘড়িতে এখন প্রায় রাত নয়টা বাজে – অথচ কুয়াশা নেমে আসা আলো আধারী এই রেইলস্টেশন দেখে সেটা বুঝবার ই উপায় নেই । ধোঁয়াটে শীতের হাড় কাঁপানো স্পর্শ রাতের বয়সটা কেমন যেন অদ্ভুতভাবে বাড়িয়ে দিয়েছে – মনে হচ্ছে রাত্রির দ্বিপ্রহর চলছে । অস্বস্তিতে ইরার ভেতরটা খচখচ করছে । ট্রেন আসবার কথা সাড়ে নয়টায় – আর ঘড়িতে বেজে আছে নয়টা পাঁচ । অথচ এদিকে রিতুনের কোন খবরই নেই । ছেলেরা এমন কেন হয় ?
ওয়েটিং রুমের বদ্ধবদ্ধ ভাবটা ভাল না লাগায় ইরা আবার বাহিরে এসেই দাঁড়ায় । তার চোখের সামনে দুই তিন সারি রেইল লাইন – তাদের গন্তব্য অজানা কিন্তু সেই অজানা পথের গল্পে অনেকখানি সাস্পেন্স রয়েছে । ইরার মুখে কেন যেন হাসি ফুটে ওঠে – সে আজ যার হাত ধরে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চাইছে, তাকে সাথে পেলে তাদের অজানার গল্পটা নিশ্চয়ই খুব একটা খারাপ হবেনা । গাধা টা নাহয় গাধামীটা একটু বেশিই করবে – অভিমানে সে নাহয় একটু বেশিই কাঁদবে , কিন্তু তাতে কিছু আসে যায়না । সেই ছোটবেলা থেকেই মেয়েটার রাগ আর অভিমান একটু বেশিই , আর রেগে গেলে বা অভিমান হলে তার দু হাতের আঙ্গুলগুলো কেমন যেন মুঠো পাকিয়ে যায় । কিন্তু ইরা খেয়াল করে দেখেছে , রিতুনের পাশে রেগে বসে থাকলে এই ছেলেটা কিভাবে যেন তার মুঠোর মাঝে নিজের আঙ্গুল গুলো মিলিয়ে দেয় । গাধামী একটু বেশি বলেই কি বিধাতা এই ছেলেটাকে কিছু অতিপ্রাকৃতিক উপায়ে ভালবাসবার ক্ষমতা দিয়ে পুষিয়ে দিয়েছেন ? জানেনা ইরা , জানতেও চায়না , শুধু চায় তার এই ভাল লাগাটা বেঁচে থাকুক । তার এই মুগ্ধতাটুকু সজীব থাকুক ।
স্টেশনের বাইরে আঁধারটা গাঢ় হয়ে এসেছে – আলো আঁধারী ছায়ায় ইরার দুই হাতে কালচে হয়ে থাকা মেহেদীর ডিজাইনটা ঠিক বোঝা যাচ্ছেনা । দুইদিন পর পারিবারিকভাবে তার বিয়ের অনুষ্ঠান হবার কথা – বাসার মাঝে দুই পরিবারের মানুষজনের ব্যস্ত আনাগোনা । একজন এসে মুখে হলুদ লাগিয়ে দেয় তো আরেকজন এসে বলে , ” ভাবী , মেহেদী এনেছি ! কই হাতটা দেও তো ! ” এত মানুষ , অথচ সবার মাঝে থেকেও যেন আলাদা অস্তিত্ব তার – কোন কাজে হাত দিতে চাইলেই আপু আর আম্মু এগিয়ে এসে বলে , ” থাক না , আর দুইটা দিন ই তো আছেন বাসায় ! ছোটবেলা থেকে কাজের কাজিগিরি তো বেশ দেখালেন , এই দুইদিন আপনার এমনিই ছুটি ! ” মনটা খারাপ হয়ে যায় তার । পরিবারের মানুষগুলোকে ছেড়ে কেমন করে থাকা যায় – সে কেমন করে থাকবে ?
এই যে পরিবার , এটা ভালবাসার – যার কাছে ইরা যেতে চাইছে সে ও তো ভালবাসার ; অথচ একটার সাথে আরেকটার কি না কোন তুলনাই চলেনা – কি অদ্ভুত , তাইনা ? ইরার সবসময় মনে হয় , ভালবাসার আসলে অনেক কয়টা স্কেল আছে আর এই স্কেলগুলো সবসময় একটা থেকে আরেকটা আলাদা হয়ে থাকে – অথচ প্রতিটা স্কেল ই নিজের মাঝে স্বকীয় । আর সেই একেকটা স্কেলে সব ভালবাসাই সবসময় ম্যাক্সিমাম লেভেলে থাকে ; কাউকে কখনো কম বা বেশি ভালবাসা যায়না । পার্থিব স্কেলে ঈশ্বর যেমন সবটুকু ভালবাসা পান , তেমনি পরিবারের স্কেলে আব্বু- আম্মু- আপু । রিতুনের প্রতি ভালবাসাটা আবার হৃদয়ের স্কেলে মাপতে হবে । কিন্তু ভালবাসাটা সবসময় ই ম্যাক্সিমাম – এ জিনিস কখনো কম হতে পারেনা । কাউকে কম ভালবাসা মানেই সেটা ঠিক ভালবাসা না , সেটা অন্য কিছু ।
সোয়া নয়টা বাজতে চলেছে – অথচ রিতুনের র কেও দেখা যাচ্ছেনা । মেজাজটা খারাপ হচ্ছে ইরার – খুন করবে , রিতুনকে সে খুন করবে ; ও যদি নাও আসে খুঁজে বের করে নিয়ে আজ রাতেই তাকে খুন করবে ! কোন মানে হয় ? কত কাহিনী করে সে এখানে এসেছে । বাসায় সবার চোখ ই তার দিকে – অথচ এর মাঝেও সে রিতুনের একটা ফোন আর দুইটা টেক্সট বুঝে নিয়েই তৈরি হয়েছে ; সবার চোখকে ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়েও এসেছে । আর রিতুনের তো কোন দিক থেকেই কোন ঝামেলা নেই , অথচ তারপরেও কিনা ছেলেটা অনবরত টেনশন আর কম্প্রেশন দিয়ে ইরার মাথার মগজটা একদম সেদ্ধ করে ফেলছে । এগুলো কোন ধরনের অভ্যাস ?
ইরা কখনোই ভাবেনি তাকে বাসা থেকে এভাবে পালাতে হতে পারে , কারন বাসা থেকে পালানোর কোন সম্ভাবনাই ছিল না । রিতুন যেদিন তার বিয়ের তারিখটা জেনে ফেলল , সেদিন ইতস্তত করে ইরার হাতটা ধরে বলেছিল , ” ইরা , আই এম সরি ,এখন আর সম্ভব না পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করা – ছেলেমানুষি মানায় না এসবে ।” ইরাও কিছুক্ষন চুপ করে থেকে মলিনভাবে হেসে ফেলেছিল – কথা বাড়ায়নি আর , ঠিক করেছিল তার কপালে যেভাবে বিয়ে লেখা আছে সেটাই মেনে নেবে । একারনেই রিতুন কে সে একবার ও মনে করিয়ে দেয়নি তার প্রমিজের কথা – চুপচাপ ভুলে যাবার অভিনয় করে গেছে । চার বছর ধরে দুজনের হাসি , দুঃখ আর অভিমানের বেড়া জড়িয়ে যে ভালবাসা লতার মতন বেড়ে উঠেছে তাকে কখনো নিজের সুখের জন্য আঘাত করা যায়না । রিতুন ই যখন চাচ্ছেনা , তবে কেন তাকে বিপদে ফেলতে যাবে সে ? কিন্তু আজ যখন বিয়ের দুইদিন বাকি , তখন ঠিক সকাল বেলা রিতুন ফোন দিয়ে বলল , ” ইরা , চল পালাই ।” তারপর ইরার অনেকবার ” না ” বলা যখন শেষমেশ ” হ্যা ” হয়ে গেল , তখন পালিয়ে যাওয়া এবং পালানো পরবর্তী প্ল্যানগুলো তৈরি হতে খুব বেশি সময় নিল না । তাদেরকে মিনিমাম এক সপ্তাহ পালিয়ে থাকতে হবে , তাই রিতুন তার নতুন চাকরির এই মাসের বেতন পুরোটাই রেখে দিয়েছে – কি ভেবে যেন ইরাও কিছু টাকা নিয়ে রেখেছে – হাতে বাড়তি টাকা থাকা ভালো বলে । দুজনের চোখেই যে আবছা নীল রঙ্গা স্বপ্ন – আর সেই স্বপ্নই ইরাকে টেনে নিয়ে এসেছে এই স্টেশন পর্যন্ত ।
প্ল্যাটফর্ম ১২ তে প্রতীক্ষিত ট্রেনটি এসে গিয়েছে দুই মিনিট হল । ইরার একইসাথে প্রচন্ড রাগ হচ্ছে এবং পুরনো স্বভাব মতই সেই রাগে তার দুই হাত মুঠো হয়ে যাচ্ছে । একা একা দাঁত কিড়মিড় করতে করতেই সে অনুভব করতে পারল , কেউ একজন তার মুঠো করে রাখা আঙ্গুলগুলোর মাঝে নিজের আঙ্গুল মিলিয়ে দিচ্ছে । ইরা ফোঁস করে একটা শ্বাস ফেলে গরম চোখে রিতুনের দিকে তাকাল । তারপর কাঁধে রাখা ব্যাগটা দিয়েই পেটাতে শুরু করল বেচারাকে । কয়েক সেকেন্ড মার খাবার পর রিতুন নিরীহ মুখ নিয়ে ইরার হাত চেপে ধরে বলল , ” ম্যাডাম ! পেটানোর জন্য আমাকে তো সারাজীবন ই পাবেন – কিন্তু এখন যদি পেটান ,এই ট্রেন কিন্তু তাহলে মিস হয়ে যাবে ! ” এই বলেই রিতুন ট্রেনের দিকে এগোনো শুরু করল । ইরার রাগ তখনো কমে নি , কিন্তু যার উপরে এত রাগ তার হাতের মুঠোতেই যে সে এখন আটকে আছে । আটকে আছে এই মুহূর্তে এবং আটকে থাকবে জীবনের বাকি মুহূর্তগুলো পর্যন্ত ।
ট্রেন চলা শুরু করতেই রিতুন হাত উঠিয়ে ইরার দিকে হাই ফাইভ তুলে বলল , ” ইয়েস ম্যাডাম ! পেরেছি , আমরা পেরেছি !” ইরা হালকা ভাবে হাই ফাইভ মিলিয়ে বলল , ” শেষ মুহূর্তে এসে যদি না পারতা , তাহলে রিতুন – ট্রেইনের ইঞ্জিনের কসম , তোমাকে খুন করে আমি জেলে গিয়ে ডিনার করতাম ।”
রিতুন হাসতে হাসতে বলল , ” আমি এসেছি বিশ মিনিট আগেই – তোমাকে তো এখন কাছে থেকেই দেখব । কিন্তু দূর থেকে দেখার মাঝে যে একটা ছ্যাচড়া টাইপ ভাল লাগা আছে – সেটা তো তোমরা মেয়েরা বুঝবা না । চোখ পাকিও না – ভয় পাই , তাছাড়া এতক্ষন ধরে পালিয়ে যাওয়ার একটা আবহাওয়াও তো তৈরি করলাম । আমাকে হারাবার ভয়ই যদি না পাও বালিকা , তাহলে কিসের জন্য এত আয়োজন করে পালানো ? ”
– ” হু , তোমার মস্তিষ্ক ! পালিয়ে ঠিক কাজ করিনাই , ভুল করছি । বাসায় কি অবস্থা কে জানে ? ”
রিতুন দাঁত কেলিয়ে বলল , ” হু তারমাঝে আবার মোবাইল অফ । কি নোট লিখে আসছো বাসায় ?”
– ” কি আবার – এই লিখলাম , ” আমি তোমাদের জামাইয়ের সাথে পালাচ্ছি । রিতুন আর আমার যৌথ ইচ্ছা পালিয়ে বিয়ে করার । কিছু কিছু আনুষ্ঠানিকতা নাটকীয় হলেই ভাল লাগে – ইতি হ্যান ত্যান ।”
রিতুন হাসতে হাসতে গড়িয়ে পড়ে । হাসি একটি সংক্রামক ব্যাধি হওয়াতে ইরাও আর মুখ গোমড়া করে বসে থাকতে পারেনা । তাদের দুজনের মত পাগল আর কয়টা আছে পৃথিবীতে ?
কাহিনীর শুরুটা হয়েছিল আসলে অনেক আগে – ভার্সিটি লাইফের একদম শুরুর দিকে ইরা একদিন রিতুনের সামনে নিতান্তই মজার ছলে বলেছিল , ” বিয়ে করলে পালিয়েই বিয়ে করব , পুরা থ্রিলিং একটা কাহিনী হবে – ইয়েস ! ” এই কথাটা বলার পরে হয়ত ভুলেই গিয়েছিল সে , কিন্তু ভুলতে পারেনি রিতুন । ইরা তো আর তখন জানতো না , রিতুনের মনেও একই ইচ্ছে ছিল ! তারপর দিন কেটে গেছে – ইরার জীবনের সাথে রিতুনের জীবন মিলেমিশে এক হয়ে গেছে , কিন্তু ইরার কথাটিকে আর কখনোই ছাড়তে পারেনি ছেলেটা । তাই দুজন মিলেই মাঝেমাঝে পালিয়ে বিয়ে করার অদ্ভুত সব প্ল্যান ফাঁদত আর হাসাহাসি করত । তার উপরে রিতুন আবার একদিন প্রমিজ করে বসল , সে ইরাকে নিয়ে পালিয়ে যেয়েই বিয়ে করবে ! আর ইরাও সাথেসাথে ‘হ্যা’ বলে দিয়েছিল – তার যে ভাল লাগত , খুব ভাল লাগত !
কিন্তু ব্যাটে বলে বাউন্ডারি হচ্ছিল না কিছুতেই । কারন দুজনের ফ্যামিলিই দুজনকে পছন্দ করে বসল খুব করে । এই সপ্তাহে রিতুনের মা নতুন রেসিপি টেস্ট করাতে ইরাকে ডেকে আনেন, তো ঐ সপ্তাহে রিতুনের ডাক পড়ে ইরার বাবার সাথে বার্সা – রিয়েলের খেলা দেখবার জন্যে । তাই পড়াশোনার পার্ট চুকে যেতেই এক আর একে দুই মেলানোর সমীকরন করা শুরু হয়ে গেল । কিন্তু এত কিছু হবে আর ভালবাসার প্রথম ইচ্ছেটা অপূর্ণ থাকবে , তা কেমন করে হয় ? আর তারপর … তারপরের কাহিনী তো পাঠক জানেন ই , তাইনা ?
রাত বাড়বার সাথে সাথে প্ল্যাটফর্ম ১২ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটার গতি বেড়ে চলেছে সমান তালে । ট্রেনের শেষ থেকে দ্বিতীয় বগির দুইজন তরুন তরুনি ছাড়া বাকিরা মোটামুটি ঝিমিয়ে নিচ্ছে । তাদের দুজনের হাসাহাসির মৃদু শব্দে কিছু মানুষজন মোটামুটি বিরক্ত । কেউ কেউ আবার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও দিয়ে দিচ্ছে । কিন্তু এসব নিয়ে আমার গল্পের নায়ক নায়িকার কোনই মাথাব্যথা নেই । রিতুন নামের এলোমেলো চুলের ছেলেটা নিশ্চিন্তে অভিনয় করে দেখাচ্ছে , বাসার প্রতিটা মানুষ তাদের উধাও হয়ে যাওয়ায় কিরকম প্রতিক্রিয়া করছে । আর ইরা নামের চশমা পরা মেয়েটা হাসিহাসি মুখে ছেলেটার অভিনয় তাকিয়ে তাকিয়ে দেখছে ।
কিন্তু দুজনের কেউই যেটা দেখছেনা সেটা হল, পাশের সিট থেকে পঞ্চাশোদ্ধ বয়েসের এক দম্পতি খুব মনোযোগ দিয়ে তাদের শক্ত করে ধরে থাকা হাতের দিকে তাকিয়ে আছেন । অনেক দিন আগের ঠিক এমন একটি রাতে এই প্রবীন মানুষ দুজনও এই এমন একটি প্ল্যাটফর্ম থেকেই বেছে নিয়েছিলেন তাদের জীবনের নতুন গন্তব্যে যাবার একটি ট্রেন । হয়ত তাদের প্রেক্ষাপটটা ভিন্ন ছিল , কিন্তু তবুও ইরা আর রিতুন কে দেখে বুঝে নিতে কষ্ট হয়নি একটুও । ঐ যে , চোখেমুখে ছড়িয়ে থাকা ভালবাসার ছাপ – সেটা না হয় পুরনো , না হয় রংচটা – যুগযুগ ধরে একই রকম রঙ্গিন । সেই একই রকম ভাবে ধরে রাখা হাত দেখে তারা মুগ্ধতা চেপে রাখতে পারছেন না এই বয়সে এসেও । আপনিই বলুন পাঠক , খুব শক্ত করে হাত ধরে রাখার মতন এমন শুদ্ধতম দৃশ্য এই পৃথিবীতে কি আর অন্যকিছু হতে পারে ??? লেখকের জানা নাই !!!
৩টি মন্তব্য
ব্লগার সজীব
এভাবেই ধরে থাকুক তারা দুজনের হাত দুজনে।ভালোবাসার রং পাল্টায় না।ভালো লেগেছে গল্প।স্বাগতম সোনেলায়।
প্রহেলিকা
গল্প লেখার হাত খুব পাঁকা বলেই মনে হলো। পড়তে বেশ ভালো লেগেছে, আপনি কি নাম পরিবর্তন করেছেন? যাইহোক এই প্রথম আপনার লেখা পড়লাম , স্বাগতম আপনাকে এখানে, এমন গল্প আরো চাই লিখুন নিয়মিত। শুভকামনা রইলো।
শুন্য শুন্যালয়
আমি তো বুঝতেই পারিনি প্রথমে যার সাথে বিয়ে ঠিক হলো তার সাথেই পালানো? হি হি। মজা পেলাম, লেখায় তিনজন পাগলকে দেখতে পেলাম।
আপনার নিকটা খুব পছন্দ হয়েছে। স্বাগতম আপনাকে সোনেলায়।