
প্রিয় নবীণা 🌹🌹
গত আষাঢ়ে দুজনার সংকল্প ছিল, এবারের পহেলা বৈশাখে দুজনে হাতে হাত ধরে, রমনার লেকের পাড় ঘেঁষে, গুঁটি পায়ে হেঁটে যাবো বট মূলের তলে । তুমি পড়বে লাল পাড়ের বৈশাখী ছাপের সাদা শাড়ি, আর আমি পড়বো হালকা গোলাপী রঙে ঢাক আর ঢোলের ছাপা পাঞ্জাবী । বট মূলে বসে দুজনে বৈশাখকে স্বাগত জানাবো পান্তা ইলিশের স্বাধে । জীর্ণ, শীর্ণতাকে বিদায় জানিয়ে চপলা পায়ে হেঁটে যাবো মঙ্গল শোভা যাত্রায় । টি এস সি মোড়ে দেশিয় গানের সুরে মাতিয়ে তুলবো দুটি প্রাণ । পাবলিক লাইব্রেরি চত্তরে নয়ন জুড়িয়ে দেখবো বাংলা সংস্কৃতির নৃত্য । দিন শেষে গোধুলীর আবীর মেখে ফিরে যাবো আপন ঠিকানায় ।
দেশ জুড়ে বাঙালীয়ানা অনুভুতির জোয়ার বয়ে গেছে । উল্লাসে, গানে, সাঝে, বর্ধিত ইমেজে ছুঁয়ে গেছে বৈশাখের প্রাণ । শুধু শরীক হতে পারিনি আমি আর তুমি । মনের ভিতরেই চাঁপা পড়ে আছে সংকল্পের খড়কুটো ।
আর কখনোই তোমার সাথে বৈশাখ দেখা হবে না,। এমনি এক নিরবিচ্ছিন্ন বাস আমার । কখনো তোমার সাথে পায়ে পায়ে মিলিয়ে রমনার লেকের পাড় ধরে হাটা হবে না আর। নতুন বছরে কাল বৈশাখী না এলেও, বৈশাখ টাই কাল হয়ে এসেছে জীবনে । বসন্ত ফুরাতে না ফুরাতেই, তুমি হারিয়ে গেছো অনাদায়ি দিনের সংকল্পে । চার দেয়ালের নিঃসঙ্গতাই আমাকে পূণরায় আবৃত করে রেখেছে । হাজারো ইচ্ছে গুলো, স্বপ্ন গুলো কখন যে উড়ে গেছে বুকের খাঁচা থেকে, টের পর্যন্ত পাইনি । এটাই হয়ত নিয়তি ।
কথার ছলেই তোমাকে একদিন বলেছিলাম
” স্বপ্নকে প্রতিনিয়ত আমি দেখি
স্বপ্ন আমায় দেখে না
যতই তারে বুকে রাখি
সে তো থাকে না” ।
সেদিন তুমি বলেছিলে, আমার হাত ধরে স্বপ্নের পাশে থাকবে সারাজীবন । আজ হাত আছে, শুধু তুমি পাশে নাই, হাত ধরার স্পর্শ নাই, স্বপ্নও নাই ।
অপ্রাপ্তির অনলে পুড়ছে আমার বুক, আর, প্রখর তাপমাত্রায় পুড়ছে দেশ । এই গরমে নিজেকে সুস্থ ও পরিপাটি রেখো ।
ভাল থেকো সর্বদা, সর্বময় ।
আজ আর নয় ।
নিবেদনে
তোমার ই সেকুল
রচনা কাল ঃ ১৭/০৪/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর চিঠি লেখার প্রায়শ করেছেন কবি দা ভাল থাকবেন
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা ❤️❤️🌹🌹
মোঃ মজিবর রহমান
ভালো লিখলেন চিঠি । আর সেই চিঠির লেখা ও পড়াই হই না।
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
হালিমা আক্তার
স্বপ্ন এভাবেই ফাঁকি দিয়ে চলে যায়। সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹❤️❤️