আদম স্বর্গনদী জায়হুনের কিনারে একখানি আরামকেদারায় উপবেশন পুর্বক স্বর্গত হাল্কাপানীয় পেপসাইলের পাত্রে মৃদু চুমুক দিতে দিতে অদুরেই ইভের জলকেলি তস্করপ্রায় অবলোকন করিতেছিল। স্বর্গের সুশীতল হাওয়ায় তাহার নিদ্রাপোক্রম
……হেনকালে বিষম গন্ডগোল উপস্থিত হইল। ভীড়ের মধ্য হইতে কেবলমাত্র বর্জন বর্জন তাহার কর্ণকুহরে পশিল। সে ধরমরাইয়া উঠিয়া মনে একি সংগে ভয় ও খুশিতে ভ্যাবাচ্যাকা খাইয়া মাথা চুল্কাইতে লাগিল। ভাবিল তবে কি সুদিন আসিলো জ্ঞান বৃক্ষের ফল খাওয়ার জন্য সদাপ্রভুর আইন বর্জনের ডাক আসিলো অবশেষে?
ভয় এজন্য যে তাহইলে তো গতর নারাইয়া খাইতে হইবে, ফ্রি খাওয়া বন্ধ
কিয়ৎকাল পরেই স্বর্গদূত জিব্রিল রশ্মি নির্মিত পাখা নারিয়া হাজির
আদম – ঘটনা খুলিয়া বলত বাপু, কচিকন্ঠের বর্জন বর্জন চিতকার শুনিতেছি?
জিব্রিল – আরে আরে করিয়াছ কি হাতে এখনো পেপসাইলের পাত্র!! শীগ্রই ফেল নতুন আগত “সদানিদ্রাকর্ষক “স্বর্গদূত হিপ্নূটাইল দেখিলে আর উপায় রহিবে না। সদাপ্রভুও উহাকে লইয়া কিঞ্চিৎ বিব্রত আছেন, সে স্বর্গঘাস মিশাইয়া ধুম্রশলাকায় টান দিয়া প্রায়শ সদাপ্রভুর কাছা ধরিয়াও টানাটানি করিয়া থাকে।
এক্ষণে সে মুসার পুত্র গনের উপর খেপেছে, তাই বলিতেছে “মুসার গুস্টির সকল পন্য বর্জন, বর্জন ” ইদানীং তাহার কয়েকটি চ্যালা জুটিয়াছে উহারাও ধুম্রশলাকায় স্বর্গঘাস মিলাইয়া ধুম্রপান করিয়া থাকে।
আদম – বটে। তবে স্বর্গখাজাঞ্চির কাছে যদ্দুর শুনিয়াছি মুসার গুস্টির সাথে স্বর্গরাজ্যের দূতীয়ালিও বন্ধ। পানীয়াদি কি করিয়া আসিল বুঝিলাম না।
প্রতুত্যরে জিব্রিল রশ্মিনির্মিত মাথা চুল্কাইতে লাগিল।
হেনকালে ভিজাগাত্রে ইভ আসিয়া উপস্থিত হইল, এবং জিব্রিল কে কটুবাক্যে অতিষ্ট করিয়া ফেলিল ভাবিল আদম আবারো নিরালায় বসিয়া জিব্রিলের সহিত জ্ঞানবৃক্ষের ফল চুরির ঘোট পাকাইতেছে
আদম কহিল, রোসো শোননা বেপাট্টা বলিয়া আদ্যোপান্ত বয়ান করিল
ইভ মুখ ঝামটা দিয়া কহিল সদাপ্রুভুকে আগেই কহিয়াছিলাম জুকারাইল পোড়ারমুখো কে স্বর্গত ফেসবুকাইল বানাইতে দিয়েন না। এখন হলোতো ….. নাম কামাইবার নেশায় বাপেরনাম ভুলিবার উপক্রম
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
হা হা হা, দারুন মজা পাইলাম ভাই –
অনেকদিন পরে মুখফোরের কথা মনে করিয়ে দিলেন।
আগুন রঙের শিমুল
😀
ছাইরাছ হেলাল
মুখফোরের অনুকরণ চেষ্টা দেখে ভালো লাগল ।
যদিও মুখফোর রকস্ ।
আরও নিয়মিত লেখার চেষ্টা নিলে আরও সুন্দর হবে ।
আগুন রঙের শিমুল
🙂 উক্কে
জিসান শা ইকরাম
উপস্থাপনা দারুন হইছে 🙂
জুকাইর্যা আসলেই বাপের নাম ভুলাইয়া দিছে , হা হা হা হা হা
আগুন রঙের শিমুল
:Wink: :Happy-Grin:
সিনথিয়া খোন্দকার
আর কি ধরনের লেখা বাকি আছে? সবগুলাতেই তো ছক্কা মারতেছ দেখি। 😀
আগুন রঙের শিমুল
৬ মে ২০১৪
আগুন রঙের শিমুল was feeling special.
4:38pm
আজকে তিনটা ব্লগে একসাথে লেখা দিছি B|
আপনি এসে আমার সামনে বসবেন যেদিন, নিশ্বাসের দুরত্বে।
সেদিন আমি পুলিৎজার পাওয়ার মতো লেখা লিখবো, নিদেন বুকার। 😀
খসড়া
:D)
আগুন রঙের শিমুল
খিকজ
ওয়ালিনা চৌধুরী অভি
মুসার গুস্টির সকল পন্য বর্জন, বর্জন :D) :D) এমন ভাবে লিখে আমাদের হাসিয়ে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বুঝতে পেরেছি । (y)
আগুন রঙের শিমুল
😀 😀 😀
ব্লগার সজীব
সিনথিয়া খোন্দকার বলেছেনঃ আর কি ধরনের লেখা বাকি আছে? সবগুলাতেই তো ছক্কা মারতেছ দেখি :D) :D)
আগুন রঙের শিমুল
\|/
শুন্য শুন্যালয়
মন্তব্য করতে পারছিনা, কেমন করে করবো? হাসি বন্ধ হচ্ছেনা :Overjoy:
আগুন রঙের শিমুল
:Happy-Grin:
মিসু
সামুর কথা মনে পরে গেলো । ভালো লিখেছেন । আমরা লিখলে কি ‘ আগুন রঙের শিমুলের ‘ অনুকরনে লিখবো ? :p
আগুন রঙের শিমুল
:p 😀