প্রাচীনকাল থেকে এখন

নাজমুল হুদা ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:৪৬:০৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

প্রাচীন খেলার অংশ আমরা ধরে নিবো
সরলরেখার দুই প্রান্তে দুটো বিন্দু হবো
পিপাসিত বাসনার দৃষ্টি তোমার
অন্যপ্রান্তে- বিন্দু তোমার নিরাপদ খেলনা।

বিন্দু থেকে প্রতিনিয়ত তোমার দিকে
ক্রমান্বয়ে; তাপহীন এক আগুন ছোঁয়াবো
দুই তৃতীয়াংশ অতিক্রম করলে
ঝুঁলে পড়বো- একগুচ্ছ আধুনিক নিয়মে।

পরিপূর্ণ পরিপক্কতা এমনেই হয়
ভালোবাসার উৎপত্তি বুঝে গেলে
মানুষে মানুষে মিলন পোড়া মাটির খনন।

নেত্রকোনা, ময়মনসিংহ।

৯০১জন ৮০৭জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ