- পবিত্র প্রেম প্রেমই মহান
- এই না ধরার বুকে,
- প্রেম যে আমার প্রভুর সাথে
- মনের শান্তি সুখে।
- আত্ম তৃপ্তি পাওয়ার জন্য
- প্রেম প্রভুর ওই সাথে,
- তার দিদারের জন্য প্রার্থনা
- করি দিবা রাতে।
- ক্যামন করে আমি পাবো
- প্রভুর প্রেমের সারা,
- নইলে আমার হৃদয় কেঁদে
- প্রাণটা হবে হারা।
- প্রভুর প্রেমে পড়েছে যে
- সেই মানবি ধন্য,
- আত্ম তৃপ্তির প্রেমে মুক্তি
- মেলে প্রভুর জন্য।
- প্রভুর প্রেমে শুদ্ধ আত্মা
- সহজ মুক্তি হবে,
- প্রেমে আগুনে পুড়ে আত্মা
- শুদ্ধ তারে কবে।
- রচনাকালঃ
- ০৩/০৮/২০২১
- ৪+৪/৪+২
৪৩৩জন
৩৪৭জন
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার প্রেমময় প্রকাশ কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রভুর প্রতি প্রেমের অপূর্ব প্রকাশ — “প্রেম যে আমার প্রভুর সাথে
মনের শান্তি সুখে।
আত্ম তৃপ্তি পাওয়ার জন্য
প্রেম প্রভুর ওই সাথে”।,
ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাই আপনিও ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।