পাপী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ জুন ২০২১, সোমবার, ০৯:১২:১২পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য
৪+৪/৪+২
  1. পাপে পাপে নষ্ট জীবন
  2. রক্ষা করো আল্লা,
  3. আমল না’রে করলে পাপে
  4. ভারী হবে পাল্লা।
  5. পাপের শাস্তি ভীষণ কঠিন
  6. যায় না কভু বলা,
  7. সবার উচিত নবীর কথায়
  8. পুরো জীবন চলা।
  9. নবীর কথা মেনে চললে
  10. জীবন হবে ধন্য,
  11. পাপের বোঝা তখন হবে
  12. একেবারে শূন্যে।
  13. পাপে পাপে জরাজীর্ণ
  14. অশান্তিতে ভোগে,
  15. পচন ধরে মনের কোণে
  16. নানা কষ্ট রোগে।
  17. পাপের জন্য প্রভুর কাছে
  18. ক্ষমা চাইব রে ভাই
  19. প্রভুর মতো ক্ষমাশীল যে
  20. ত্রিভুবনে ওই নাই।
রচনাকালঃ
২৫/০৬/২০২১

 

৫২১জন ৪৪৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ