নেই অভিযোগ

আশরাফুল হক মহিন ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ০২:১১:২৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

নেই কোন অভিযোগ তোমার প্রতি!

 

দিলাম সদা প্রতিশ্রুতি,

 

আর হবে না তোমার প্রতি কঠোর কোন
হানী,
এভাবেই চলে যাবো না দিয়ে কোন দ্রুতি।

 

নেই কোন অভিযোগ তোমার প্রতি!
এগিয়ে যাও তুমি, চলে গেলে বুঝে নিবো
খুব ভালো আছো তুমি।

 

হাজারটা কথা, স্বপ্ন হয়ে মুছে যাওয়া
একটা অভিযোগের মতো,

 

তাই তো আমি না দিয়ে তোমায়
দিয়েছি প্রিয় অবশান্ত,

 

এই জন্যই আমি দেয়নি কোন তোমার প্রতি
অভিযোগ,

 

অভিযোগ দিয়ে কি হবে!
যদিও বা আমিও হবো অভিযোগে  ক্লান্ত,

 

যাই হোক তুমিও ভালো থাকো
আমাকেও ভালো রাখো এটাই আমার
শেষ প্রতিশ্রুতির ইতি।

১৬১১জন ১৫৩৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ