নীল নবদিগন্ত জুড়ে –
কালো মেঘ হয়ে নেচে উঠে শব্দ
ইচ্ছে অভিলাষী যন্ত্রণার ক্ষত,
সাদা কাগজে রঙিন মঞ্চ
নীল নবদিগন্ত জুড়ে হিংসা অনৈতিক হুংকার
কালো এক বিন্দু কলঙ্কের ভাগীদার,
পরাজিত শব্দে মিথ্যে হুংকার!
বিবস্ত্র বাস্তবতায় এক পৃথিবী জুড়েই চলছে অগোছালো স্বপ্নে,
মুহূর্ত প্রেমিকের নৈমিত্তিক মরণের সুর,
আঁধারে বন্দী যুবতি, প্রেম শূন্যতায়, দৃষ্টি আকুলতা
সঙ্গী হীন একক প্রহরে সাদা কাগজে লিখা মৃত কবিতা!
শব্দ সে বড়োই করুণ –
অকারণে ভাঙ্গে সংসার, ভাঙ্গে মান অভিমান,
দিয়ে নতুন কোন সংঘাতের আহ্বান!
৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
শুভকামনা কবিতায়। ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন শুভ কামনা।
হালিমা আক্তার
কবিতারা কাগজে বেঁচে থাক। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক প্রেমময়
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালো থাকবেন শুভ কামনা।
হালিম নজরুল
সংঘাত সংশয় দূর হোক।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা ভালো থাকবেন শুভ কামনা।