লোকদৃষ্টির আড়ালে জীবনগণ্ডীর বাইরে গিয়ে,
অনিত্যের বন্ধন কাটিয়ে, আপন প্রেমের বৃত্তে আমি এক বাসকসজ্জিকা।
জীবন সংস্কারের মোহ কাটিয়ে হাজারও রাত্রির মাঝে
সাজিয়েছি শুধু এক রাত্রি।
বৃথা সব প্রতিক্ষায় উৎকন্ঠি আমি,
আমার এ অপেক্ষার রাত্রি প্রভাত হয়
প্রভাতের আলোয় দূর সব দৃষ্টিতে অপলোক চেয়ে দেখি
অঙ্গে তার নিশিযাপনের এক বিলাসচিন্হ।
,, রিতু,,,,
২৭/৩/১৮.
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
যেভাবেই থাকি আমরা সব কিছু হতে দূরে,
ফিরে আসলেও কিছু চিহ্ন থেকেই যায়।
ভাল হয়েছে, লেখো নিয়মিত।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করব। একটা বিষষয় হাতে নিয়েছি। দোয়া করবেন ভাইয়া।
শাওন এরিক
বাহ! কি অদ্ভুত সুন্দর লেখা! c:
মৌনতা রিতু
পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
হাজারও রাতের মাঝে একটি রাত রঙ্গিন পাওয়া কত আপন করে পাওয়া অনেক ভাল। আর এরকম লেখা চাই।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। দোয়া করবেন আমার জন্য।
মোঃ মজিবর রহমান
(y) \|/