- মৃত্যুর খেলা দেশটা জুড়ে
- প্রতিদিনে বাড়ছে,
- নিয়ম কানুন নাহি মানে
- মৃত্যুর কাছে হারছে।
- জনমনে নেতিবাচক
- লেগে আছে কথা,
- এমন কথা যায় না বলা
- ওই না যথা তথা।
- দেশের আইন ভাঙে যারা
- মিত্র নয়তো তারা,
- আইন ভাঙার সাজা পায় যে
- ভাঙে আইন যারা।
- করোনার ওই সময় তবে
- আতঙ্কে সব আছে,
- কেমন করে ভাইরাস থেকে
- ধরার মানুষ বাঁচে।
- নিয়ম কানুন মেনে চলো
- দেশের মানুষ সবে,
- ভয়াল কালো ভাইরাস এসে
- প্রাণটা কাড়ে তবে।
- রচনাকালঃ
- ০৫/০৮/২০২১
- ৪+৪/৪+২
৪১৯জন
৩৩৪জন
৬টি মন্তব্য
অনন্য অর্ণব
চমৎকার কবিতা, সবাই যদি এভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতো তবে করোনা এতোটা ভয়াবহ আকার নিতো না।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলে আমরা সবাই যদি দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে দেশের আইন মেনে চলি তবে দেশ শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে। চমতকার প্রকাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ