আমি কবিতা লিখি-তাদের জন্য
যারা হৃদয় খুলে ভালোবাসি বলতে জানে
যাদের কাছে শিল্প স্বচ্ছ অনুভূতিকে সুগভীর আবেশে জড়িয়ে নেয়ার প্রচেষ্টা আছে
যারা কপোতাক্ষ নদের মতো বিদেশ ভূঁইয়ের কাব্য বিহারকে টেনে এনে স্বচ্ছ জলে স্নান করিয়ে নিবিড় চুম্বনে আকরে ধরে রাখতে জানে
অথচ আমি ভুলবসত অসংখ্য সংকীর্ন চেতা কালো হৃদয় হৃদয়ীনীদের জন্য কাব্য লিখে যাচ্ছি
এর চেয়ে মর্মান্তিক বেদনা আর কি হতে পারে
আজকের পৃথিবীতে শিল্পের অকাল
মানুষের মনে প্রেম নেই কাম নেই শিহরণ নেই শৈল্পিকতা নেই
আছে নিজেকে নিজের জন্য নিবেদিত করার প্রয়াস-
তাই কাব্যের তীরর্থে নির্জন শঙ্খ নোঙরে আঁধারের বেরিবাধ ডিঙিয়ে এগিয়ে চলছি মুক্তির পথে
হে মুক্ত পৃথিবী তুমি কোথায় হে-তোমার চীতল স্তুন চুষে ঘুমিয়ে পড়তে চাই।
হৃদয়ের নিস্ফল চিহ্নলিপি তোমার হৃদয়ে সাব্যস্ত হউক।
# নিস্ফল চিহ্নগুলো//মাসুদ চয়ন.
৩টি মন্তব্য
ইঞ্জা
লেখাটি বেশ ভালো লাগলো।
শামীম চৌধুরী
দারুন লিখেছেন।
জাহিদ হাসান শিশির
আপনার কবিতা লেখা সারাজীবন চালু থাকুক।