রাত পাখির চোখের পাতায়
শিশির গড়িয়ে পড়ে,আকাশ গঙ্গায়
এক রতি হাঁটর অপেক্ষায়,যে পথে
ঊষার পা ভিজে যায় ,বিল উপড়ানো
হাতে জাগিয়ে তোলে মৃত পুরি,
আবার খোলে দোকান পাট রাস্তাঘাট
যান চলাচল,ভরে যায় বিঞ্জাপনের হাসি
চৌরাস্তার মোড়ে নতুবা…
আকাশের চাঁদ ঢলে পড়ে,
আগড়া বাছাই-এর জন্য
যে গরুটি দিন রাত ঘুরে
চলেছে খুঁটির চারিধারে
তাঁরই ঘাড়ে,দায় বা কার?
পাখির নাকি গরুর,উত্তর
ভূগোলের ব্যাপার,অলৌকিক,
না হয় বোধির লৌকিক প্রেম!
অক্ষিকোটরে যে বিছানা পাতা
তাতে ঘাড় ঘোরানোর জুত নেই,
একপাশ পুরো অশ্রু ভেজা,
উভয়চরদের জন্য বেশ
সুষ্ঠ পরিবেশ,স্তন্যপায়ীর
শুধু নিষ্পলক রাত যাত্রা….
@ বাড়ি,
তারিখ-০৭/০৬/১৩
সময় -৩ঃ০৫ রাত
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে ।
"বাইরনিক শুভ্র"
এত ভালো লেখেন কিভাবে ?? হিংসা হয় ।
হতভাগ্য কবি
পড়তে পড়তে কোথায় যেন চলে গিয়েছিলাম। সুন্দর লাগসে খুউব
শিশির কনা
আপনার কবিতা গুলো সব সময়ই ভালো হয় , কিন্তূ আপনি ভালো না , মন্তব্যের জবাব দেন না ।
অন্তরা মিতু
পাখির নাকি গরুর,উত্তর
ভূগোলের ব্যাপার,অলৌকিক,
না হয় বোধির লৌকিক প্রেম!
এজহারুল এইচ শেখ
Sobai ke osheS dhonnobad!odhel valobasa!
জবরুল আলম সুমন
সুন্দর কবিতা… অনেক শুভ কামনা আপনার জন্য।