কেউ অনলাইনে নেই!
আমায় যদি গো তোমরা নির্বাসন দাও,
তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে,
একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে,
বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে।
বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব।
বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে,
নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি মনে বিষন্নতা আসে,
তাহলে সন্ধ্যা বেলায় পাহাড় পাদদেশে বসে শুনব,
ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির কুজন ধ্বনি।
রাতে মিটমিট করে জোনাকিরা জ্বলবে সেই আলোতে,
চাঁদের বুড়ির সাথে মনের অভিলাষে গল্প কবর।
নির্বাসিত জীবনে দীর্ঘ সময় কাটানোর জন্য,
পাহাড় পাদদেশে জুম চাষ করব মনের মাধুর্য।
তাই অন্যথায় নির্বাসিত হতে চাই না।
রচনাকালঃ
১৭/০৪/২০২১
৪টি মন্তব্য
হালিমা আক্তার
এমন প্রকৃতির মায়ায় নির্বাসিত জীবন কাটুক ভালোবাসার ছায়ায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আরজু মুক্তা
প্রকৃতি তো মাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল