আমরা অনেকেই বিভিন্ন ফাষ্ট ফুডের দোকানে গিয়ে চড়া দামে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই, কিন্তু এগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেদিকে আমার দৃষ্টি নেই কিন্তু আমরা ইচ্ছে করলেই এই ফ্রেঞ্চ ফ্রাই নিজের ঘরেই অল্প সময়ে ঝটপট তৈরী করে ফেলতে পারি। তাহলে শুরু হয়ে যাক ফ্রেঞ্চ ফ্রাই তৈরী নিজের ঘরে। প্রথমেই জানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তৈরীতে উপাদান হিসেবে কি কি লাগছে।
উপাদানঃ
০১. আলু (লম্বাটে) ১ কেজি
০২. হোয়াট পিপার আধা টেঃ চাঃ
০৩. ভিনেগার কোয়ার্টার কাপ
০৪. লবণ আধা টেঃ চাঃ
০৫. চ্যাট মশালা আধা টেঃ চাঃ
০৬. কর্ণ ফ্লাওয়ার ২ টেঃ চাঃ
এবার রান্নার প্রক্রিয়া জানার জন্য দয়া করে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
৫টি মন্তব্য
আদিব আদ্নান
যাক , বিজ্ঞাপন দিচ্ছেন ।
খসড়া
পুরা ফ্রেঞ্চ জাতিকে ভেজে ফেললেন। নিত্যনতুন খাবারের পোস্ট দিন। রেসিপি ও তৈরি পক্রিয়া সহ সম্পুর্ন পোস্ট দিন।ধন্যবাদ।
লীলাবতী
যাক রান্না বান্নার চিন্তা গেলো এখন ।
নিশিথের নিশাচর
খাইতে মুঞ্চায়তাছে।
জিসান শা ইকরাম
বাহ!