ধরতে চাই না।
ছুঁতে চাই না।
স্পর্শ চাই না।
আঁকড়ে থাকতে চাই না।
ভালবাসা চাই না।
প্রেম পিরিতি চাই না।
ঠোঁট দিয়ে অনুভব করতে
চাই তোমার অস্থিত্ব।
শুধুই তোমাতে বিলীন হতে
সমর্পণ করবো সমস্ত।
তোমাকে জড়িয়ে থাকতে
চাই হাজার বছর।
আমি নিঃশব্দে নীরবে সুখে
শান্তিতে কাটাবো প্রহর। 

৫৯১জন ৪৯৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ