
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এ দিনটি অনেকটা উৎসব আলোকে পালিত হয়। নারী সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। নারী অধিকার বা নারী সমতার কতটুক উন্নয়ন ঘটছে। নারী কি কোন শৃংখল মুক্ত হতে পেরেছে। এখনো আমাদের দেশে মেয়েদের মানিয়ে চলা ও মেনে নেওয়া জীবন অতিবাহিত করতে হয়। সর্ব প্রথম নারী একজন মানুষ একথা টি আমরা পরিপূর্ণ ভাবে স্বীকার করতে চাইনা। আন্তর্জাতিক নারী দিবসের প্রচেষ্টা সফল হোক। নারী এগিয়ে যাক সমতার হাত ধরে। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।
কবি নজরুল ইসলামের নারী কবিতা পাঠের লিংক **এখানে**
ছবি সংগ্রহ- নেট থেকে।
১৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর উপলব্ধির ব্যক্ততা।
নারী চিরকালই মানুষ
যারা বলে নয়,
নিশ্চয় তাদের আছে একটু কম হুঁশ।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সর্বদা নারী মানুষ কর্মেও নারী মানুষ, মানিয়ে নেওয়া সমাজে বাস নারী-পুরুষের একই গীত হওয়া উচিত। হচ্ছেও অনেক কিন্তু ভেদাভেদ আছে হইত থাকবেও আমি চাই সমানাধিকারে বাস। সবাই কর্ম করার সুযোগ পাক। সুন্দর উপস্থাপনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
আপনাকে বিশ্বনারী দিবসের শুভেচ্ছা।
ভালো থাকবেন
হালিমা আক্তার
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
নারী দিবসের অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল কবি আপু ভাল থাকবেন
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
সাবিনা ইয়াসমিন
নারী দিবসের শুভেচ্ছা আপনাকে, এবং নারীত্ব ধারণ করে এমন সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানাই।
আপনার কন্ঠ অনেক সুন্দর। এমন আবৃত্তি শুনতে চাই।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। আবৃত্তির প্রতি অনেক লোভ, কিন্তু চর্চা করার সময় হয়ে উঠে না।
রোকসানা খন্দকার রুকু
আবৃত্তি অনেক সুন্দর হয়েছে।🥰🥰
তবে আমি নারী দিবসে বিশ্বাসী না। এসব দিবস-ফিবস কি? আর নারীত্বই বা কি? জেন্ডার স্টাডিতে এসব নেই। আপনি তো এনজিও তে সম্পৃক্ত, বুঝবেন! সবাই মানুষ!!!
ধন্যবাদ আপা।
হালিমা আক্তার
আমি কোন দিবসেই আটকে থাকতে রাজি না। মাঝে মাঝে গড্ডালিকায় ভাসতে হয়। ধন্যবাদ আবৃত্তি শোনার জন্য। শুভ রাত্রি।
দালান জাহান
নারীর শৃঙ্খল নারী নিজেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত এটাও লক্ষণীয় যে নারী কতৃক এখন পুরুষ ও নির্যাতিত হচ্ছে। আপনি সুন্দর আলোচনা করেছেন। নারীর সম্মান অক্ষুণ্ণ থাকুক।
হালিমা আক্তার
প্রথম বাক্যে একমত হতে পারলাম না। পরের টা আমি ও জানি। কোন একসময়ে লেখার চেষ্টা করবো। শুভ কামনা রইলো।