ধরণীর কাছে

আশরাফুল হক মহিন ১৫ মার্চ ২০২১, সোমবার, ০৮:৪৭:২৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

আমার ইচ্ছে ছিলো

পৃথিবীটা আনবো হাতের মুঠোয়

 

ইচ্ছে ছিলো জগতে আমি

হবো নাম মাত্র কবি

 

আমি স্বপ্ন দেখি পৃথিবীতে

আমি আনবো নতুন রুপিয়া

 

স্বপ্ন দেখি হবো মহানায়ক

পাল্টে দিব শত্রুর অন্যায় আহাজারি 

 

আমার ঠিকই হবে না স্বপ্ন

মৃত্যুর পরে যেন বেঁচে থাকে

আমার ধরণী। 

 

৮০০জন ৭২১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ