দ্বিপাক্ষিক সমঝোতা

নাজমুল হুদা ১৫ জুন ২০১৯, শনিবার, ০৯:০৮:১৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমার টা না’হয় তুমিই নিলে,তোমার টা আমি
হিসেব কষে দেখবো যেদিন-দুজনার টায় দামি।

কথার ভাঁজে কথা প্যাঁচে,দিচ্ছো ক্যান ফাঁকি?
নিঃশ্বাস ভেঙে বিশ্বাস রেখে- নতুন করে ভাবি
চলো এবার দ্বিপাক্ষিক গোপনে, হাতে হাত মাখি
ওদের কানাঘুষার ভুল ভেঙ্গে-এই সমাজে বাঁচি।

ধরো, তুমি রানী আমি প্রজা-এক কথাতে মানি
তর্কে তর্ক বাড়ে, মানলে বহুদূর-দুজনে তো জানি।

আদর মেখে ডাকবে তুমি?তোমার চাষের চাষী;
ঘোলা চোখে বলবো আমি-তোমার ভিতর আমি?

নেত্রকোনা,  ময়মনসিংহ।

৮৫৯জন ৭৬০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ