আমার টা না’হয় তুমিই নিলে,তোমার টা আমি
হিসেব কষে দেখবো যেদিন-দুজনার টায় দামি।
কথার ভাঁজে কথা প্যাঁচে,দিচ্ছো ক্যান ফাঁকি?
নিঃশ্বাস ভেঙে বিশ্বাস রেখে- নতুন করে ভাবি
চলো এবার দ্বিপাক্ষিক গোপনে, হাতে হাত মাখি
ওদের কানাঘুষার ভুল ভেঙ্গে-এই সমাজে বাঁচি।
ধরো, তুমি রানী আমি প্রজা-এক কথাতে মানি
তর্কে তর্ক বাড়ে, মানলে বহুদূর-দুজনে তো জানি।
আদর মেখে ডাকবে তুমি?তোমার চাষের চাষী;
ঘোলা চোখে বলবো আমি-তোমার ভিতর আমি?
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৬টি মন্তব্য
শাহরিন
চার পাচ বার পড়লাম। অনেক ভালো লেগেছে।
নাজমুল হুদা
অসংখ্য ধন্যবাদ আপু । শুভেচ্ছা জানবেন অজস্র।
সাবিনা ইয়াসমিন
প্রেমে সমর্পন এভাবেই করতে হয়। যতটুকু নিবো ততোটুকুর বেশি তোমায় দিবো। তুমি রানী হও, আমি প্রজা হবো। খুব ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু । সবাই যার যার ব্যর্থতাটুক স্বীকার করলেই প্রত্যেকটি পরিবার সুন্দর ।
কৃতজ্ঞতা জানাই পড়ার জন্য ।
জিসান শা ইকরাম
দ্বিপাক্ষিক সমঝোতার মধ্যেই সুখ, শান্তি, আনন্দ থাকে।
এটি না থাকলেই ঝামেলা হয়, জীবন হয় নরক।
শুভ কামনা।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া 😍।
সমঝোতায় শান্তি বিদ্যমান
তৌহিদ
আসলে ভালোবাসায় শর্ত চলেনা। ভালো লেগেছে লেখাটি ভাই।
সঞ্জয় মালাকার
পড়ে ভালো দাদা
শুভ কামনা।
অপু রায়হান
তুমি রানী আমি বাদশা! 🤣
নাজমুল হুদা
সেটাও ভালোবাসার বহিঃপ্রকাশ ।
অফুরন্ত ধন্যবাদ আপনাকে 💕
অপু রায়হান
জি দাদা
আমার নামই কিন্তু বাদশা
সত্যি বলছি!
বিশাল রাজ্য আমার, শুধু রাণী নেই! 🤣
নাজমুল হুদা
না থাকলেও, রানী হয়ত কল্পনায় রাজত্ব করে , করছে।
আরজু মুক্তা
আ হা রে!! প্রেম।।জমছে ভালোই।।সাথে বাদাম চলবে?
নাজমুল হুদা
চলবে, রোমান্টিকতায় বাদামের খোসা ছাড়িয়ে দিতে হবে । তাহলে জমবে আহারে প্রেম ।
ইঞ্জা
বেশ রোমান্টিকতা, বিমোহিত হলাম ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍