আমাদের দেখা হবেনা ঠিক করেছি।
তারপর কেটে গেলো বহুবছর।
একদিন আমরা ঠিক করলাম আমাদের
দেখা করা জরুরী।
দেখা করবো করবো বলে হঠাৎ আমাদের কাছে
পৌঁছে গেলো বদলির নোটিশ।
আমাদের আর দেখা হলোনা।
আমাদের আফসোস গুলো পৃথিবীর পথে প্রান্তরে
মিশে গিয়েও যেনো মিশে গেলোনা।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় এক অনুভূতির প্রকাশ কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
হালিমা আক্তার
হয়তো আবার দেখা হবে, কোন সময় হঠাৎ করে। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
দেখা হতেও পারে
না দেখা জুড়ে।
খুব কাছে থেকেও
কেউ কেউ খুব দূরে।।
ধন্যবাদ।
রিতু জাহান
অস্পর্শ প্রেমই মধুর,,,,
আমার কাছে কেনো যেনো মনে হয় দূরত্বই ভালো।
লেখাটা খুব ভালো লেগেছে।
মনিরুজ্জামান অনিক
আসলে কাছে এলেই
হারিয়ে যায় স্রোতের টান।
কাছে এলেই বুক পকেট থেকে
বেরিয়ে আসে হাজারো অভিমান।
ধন্যবাদ।