দেখা হলোনা।

মনিরুজ্জামান অনিক ৩১ মে ২০২২, মঙ্গলবার, ১২:০৯:০৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

আমাদের দেখা হবেনা ঠিক করেছি।

তারপর কেটে গেলো বহুবছর।

একদিন আমরা ঠিক করলাম আমাদের

দেখা করা জরুরী।

 

দেখা করবো করবো বলে হঠাৎ আমাদের কাছে

পৌঁছে গেলো বদলির নোটিশ।

আমাদের আর দেখা হলোনা।

আমাদের আফসোস গুলো পৃথিবীর পথে প্রান্তরে

মিশে গিয়েও যেনো মিশে গেলোনা।

৪৫৭জন ৩৬৫জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ