আমি আর কিছু নেব না
……………………………
সহসায় সিদ্ধান্ত নিলাম
আমি আর কিছু নেব না ।
প্রেম ;
তৃষ্ণা;
হাহাকার ।
কাম নেব না, তোমার নাম নেব না ।
যত যাই হোক কষ্টকেও না ।
আঙুল নেব না, চুল নেব না
ঠোঁটের তিলের স্পর্শেও না ।
সত্য নেব না, মিথ্যা নেব না,
আগুন ? ফাগুন ? যন্ত্রণা ?
জীবন নেব না, মৃত্যুও নেব না,
ভালবাসা না;
প্রত্যাখানও না;
তোমরা আমাকে নাও আর না নাও,
হৃদয়ে আর কাউকে নেব না ।
১৫ মে, ২০১৫
ভয়
……………
ভয় করে,
মৃত্যুর পর চোখ বুজে দেয়ার যদি কেউ না থাকে পাশে ?
খোলা চোখে চেয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে,
ক্লান্তি যদি নেমে না আসে ?
ঈশ্বর আমায় ক্ষমা করুক ।
যদি কবরের অনন্ত রাত অতটা অন্ধকার না হয় ?
যতটা অন্ধকার হয় চোখ বুজলে,
যতটা অন্ধকারে তুমি নেমে আসো দু’চোখে ?
তোমাকে না দেখে,
না দেখে ।
শুধু কাঁচা বাঁশের সবুজে চোখ রেখে কিভাবে ?
কিভাবে কাটাবো একটা অনন্ত জীবন ?
১৫ মে, ২০১৫
৮টি মন্তব্য
আশা জাগানিয়া
আমি সব নিতে চাই,কিছু বাদ দিতে চাই না 🙂 ভালো লেগেছে কবিতা।
ভয় কবিতাটি ভাবায় খুব।
রাইসুল জজ্
খুব বেশি নিবেন না, পস্তাতে হবে । ভাবুন, কবিতার সাথে ভাবনা মিলে গেলে যে সুখ আসে সেটাই শুধু নিতে চাই । আর কিছু না । ধন্যবাদ ।
রিমি রুম্মান
১)কিছু না নিয়ে কি পারা যায় ? নিতেই হয়, ভালোবাসায়।
২) দ্বিতীয় লেখাটি চমৎকার। কোন একটি বিশেষ লাইন নয়, পুরো লেখাটিই সুন্দর। ভাল থাকবেন।
রাইসুল জজ্
মানুষ মুখে বলে “ভালো আছি” । সত্যি কি তাই ? আমিও বলছি, আর কিচ্ছু নেব না, সত্যি কি তাই ? যথার্থই বলেছেন । কিছু না নিয়ে পারা যায় না, ভালোবাসায় 🙂 🙂 ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
এই যদি হয় অকবিতা,তবে কবিতা কোনগুলো? 🙂
ভালো হৈসে
রাইসুল জজ্
ধন্যবাদ দাদা 🙂 🙂
মেহেরী তাজ
হ্যা দেবো হ্যা দেবো না…..
এমন করে বললে তবে কেউ দেবে
কেউ দেবেনা……
যা লাগে তা বুঝে নিন ষোলো আনা…..
থাক থাক। এগুলো অকবিতা??
ঠিক আছে লিখতে থাকুন।
পড়া কিন্তু বাদ দেবো না।
রাইসুল জজ্
হা হা হা । আপনি তো অনেক মজার মানুষ । ছন্দে ছন্দে কথা বলেন । ধন্যবাদ 🙂