ত্রয়ী

সাবিনা ইয়াসমিন ১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ১১:৪৩:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

ভালোবাসা
❤❤❤❤
ভালোবাসা যেন এক স্রোতস্বিনী ঝরনা,
শুরু আছে শেষ নেই।
কখনো উচ্ছল,কখনো ভয়ংকর,
কখনো মায়াবী নদী,,,,,

তুমি
💛💛💛💛
আকাশের নীল আসেনা ছোঁয়ায়
ভেসে রয় দিগন্তে,,
সাগরের ঢেউ তাতো গুনবার নয়
আছড়ে পড়ে তীরেই।
গোলাপের সুরভি যায়নাতো ধরা
মিশে রয় অনুভবে হৃদয়ে।
চাঁদের হাসিতে ঝরে পরা জোছনা
হাতের মুঠোয় তারে রাখাতো যায় না,,
প্রেম দিয়ে কেমনে বাঁধবে???
ভালোবাসাতো বন্দি থাকে না।
তুমি নীল, তুমি ঢেউ,তুমি সুরভি,তুমি জোছনা
তুমি সত্যি,তুমি প্রেম,তুমি প্রিয়,,,
তুমিইইই প্রিয়,,প্রিয় থেকে প্রিয়তম।

ভুল
💚💚💚💚
কখনো কোন ভুল করতে
মধুর মধুর লাগে,,,
কখনো আবার ভুল করতে
মনে ইচ্ছা জাগে
যদি ভুল ♪♪♪♪♪♪ হয় কারো অনুরাগে,,

৮৭২জন ৮৭২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ