ভালোবাসা
❤❤❤❤
ভালোবাসা যেন এক স্রোতস্বিনী ঝরনা,
শুরু আছে শেষ নেই।
কখনো উচ্ছল,কখনো ভয়ংকর,
কখনো মায়াবী নদী,,,,,
তুমি
💛💛💛💛
আকাশের নীল আসেনা ছোঁয়ায়
ভেসে রয় দিগন্তে,,
সাগরের ঢেউ তাতো গুনবার নয়
আছড়ে পড়ে তীরেই।
গোলাপের সুরভি যায়নাতো ধরা
মিশে রয় অনুভবে হৃদয়ে।
চাঁদের হাসিতে ঝরে পরা জোছনা
হাতের মুঠোয় তারে রাখাতো যায় না,,
প্রেম দিয়ে কেমনে বাঁধবে???
ভালোবাসাতো বন্দি থাকে না।
তুমি নীল, তুমি ঢেউ,তুমি সুরভি,তুমি জোছনা
তুমি সত্যি,তুমি প্রেম,তুমি প্রিয়,,,
তুমিইইই প্রিয়,,প্রিয় থেকে প্রিয়তম।
ভুল
💚💚💚💚
কখনো কোন ভুল করতে
মধুর মধুর লাগে,,,
কখনো আবার ভুল করতে
মনে ইচ্ছা জাগে
যদি ভুল ♪♪♪♪♪♪ হয় কারো অনুরাগে,,
১৭টি মন্তব্য
রিতু জাহান
নীচের লাইনটা পড়ে একটা গান মনে পড়লো, কেনো তা বলতে পারব না। গানটা হলো- “রাগের চেয়ে তোমার ও মুখ, অনুরাগে মানায় ভারী। ”
আমার এই এক তুমিতে নীল, সাগর সাগরের ঢেউ, কৃষ্ণচূড়ার লাল, শরতের শুভ্রতা আছে।
ঢেউ আসলেই গোনা যায় না।
বেশ সুন্দর হয়েছে লেখাটা। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সব সময়।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপু,,,পড়েন বলেই লিখতে সাহস পাই।আপনাদের শুভকামনা আমাকে কতটুকু অনুপ্রাণিত করে সেটা বলে বোঝাতে পারবো না।ভালবাসা নিবেন।
জিসান শা ইকরাম
বাহ! একের ভিতর তিন 🙂 থ্রী ইন ওয়ান।
এমন টুকরো টুকরো অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভালবাসা উচ্ছল ভয়ংকর হলেও মানুষ এর মাঝে ঝাপিয়ে পরে
আপনার তুমি তো মহা ভাগ্যবান।
ভালবাসার মানুষের জন্য অনুরাগে ভুল করতে আসলেই ভাল লাগে।
লেখুন নিয়মিত,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
আহা,,, আপনি পড়েছেন তাতেই আমি ধন্য হয়ে গেছি।ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্যে।
মায়াবতী
ভালবাসা … ভালবাসা… যার আর কোনো নাম নেই , মন ছাড়া কোনো দাম নেই …
ভালবাসা, তুমি, ভুল ! তাহলে কি ভালবাসা তুমি ভুল ? যে ভালবাসায় দোলায় মোরে মিছে আশায় ভোলায় না সেই তো আমার প্রিয় …
অপুর্ব লাগলো ত্রয়ী কে জানো ! আরো লিখুন আরো চাই, আরো অনেক অনেক চাই … -{@
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা, তুমি, ভুল না বলেই শেষের অংশে স্বীকার করেছি,,, কখনো কোন ভুল করতে মধুর মধুর লাগে,,,,,,,,,,,,,,,,। অশেষ ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন।
মোঃ মজিবর রহমান
দারুন এক লেখা ভালবাসায় ভরে থাক সর্বদা।
গোলাপের সুরভি যায়নাতো ধরা
মিশে রয় অনুভবে হৃদয়ে।
চাঁদের হাসিতে ঝরে পরা জোছনা
হাতের মুঠোয় তারে রাখাতো যায় না,,
প্রেম দিয়ে কেমনে বাঁধবে??
উপরের গুলতেই বাঁধা পরবে লাগবেনা সুতলী বা প্যারাসুট। লেখার অপেক্ষায় রইলাম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।সোনালায় বাধা পরে যাচ্ছি শুধুই আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায়,, তাইবা কম কি???!! শুভকামনা রইলো।ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আরো লেখা চাই আপু।
সাবিনা ইয়াসমিন
আমি লিখবো,,তবে আমাকে আপনাদের থেকে শিখতে হবে !! আপনাকেতো নতুন কোন লেখাতেই পাচ্ছি না !! কবে লিখবেন?
শুন্য শুন্যালয়
লেখার মধ্যে শিশুসুলভতা আছে। 🙂
লিখুন অনেক অনেক। পড়ুন সবাইকে।
আর হ্যাঁ ভালো থাকুন খুব করে। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
মাত্রই শিখছি,,, একটু একটু করে শিশুসুলভ লেখা গুলো বড়দের মত হয়ে যাবে আশা করি। 😀 😀 😀 : তত দিন পর্যন্ত আমার লেখা গুলো পরবেন প্লিজ,,,শিশু লেখা না পড়ে মন ভেংগে দিবেন যেনো (-3 (-3 (-3
তৌহিদ ইসলাম
সত্যি বলছি, কখনো কখনো আমি নিজেই ওনার বকা খাবার জন্য ইচ্ছে করে ভুল করি। এতে ভালোবাসা আরও বাড়ে। আমার ভালো লাগে। সুন্দর লিখেছেন আপু।
সাবিনা ইয়াসমিন
শুভকামনা রইলো।ভালো থাকবেন অনেক,, -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
বাহ!
বেশ লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
নীলা আপু ভালো লিখতে আর পারলাম কই !! আপনারা বেশি বেশি না লিখলেতো শিখতেই পারবো না। -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
আমি এখন আর সেভাবে লিখিনা। বলতে পারেন লেখা আমাকে মুক্তি দিয়েছে আর আমিও লেখাকে।
লিখুন।