
যাওয়ার সময় বলে গিয়েছিলে-
একা তুই,একাই ভুগবি ভীষন!
বহুদিন সে ভয়ে কুকরে ছিলাম,
তোমার শহরে ঢুকবো না এও ছিলো প্রতিজ্ঞায়।
আজ বহুবছর পর তোমার শহরে আমি,
কত্তো মানুষ, আমি কেবল তুমি ছাড়া
কাঁপা কাঁপা বুকে সেই কলাভবনে, টিএসসিতে, বইমেলায়।
স্মৃতিরা বড়ই মধুর, তুমিও শুধুই আমার,
আজ একা হাঁটতে গিয়েই বুঝলাম।
যেন ছুঁয়ে দিলাম নতুন করে তোমার প্রেম আর একবার।
নতুন করে প্রেমে পড়ার প্রয়োজন হয়নি কেন,
সে ঐ সাদা মানুষ নামের মূর্তিরা বলে দিলো।
ভালোবাসি বলতে চাইনি বলে তাদের সামনে থাপ্পর মেরেছিলে,
আমিও দুহাতে ছিঁড়েছিলাম তোমার চুল,
সে সময়ের সেরা মারপিট কাপল ছিলাম আমরা।
যদিও আজ আমরা কেউ কারও নই
তবুও ক্ষতবিক্ষত রাস্তায় আমি খুঁজলাম তোমার চুল,
গন্ধ নিলাম যেদিকে হেঁটে বেডিয়েছি সে পথের, সে ধুলোর, সেই ঘাসের।
কি জানি কি পেলাম!
শুধু বারবার মনে হলো, আমি তোমায় আজও ঠিক তেমনিই ভালোবাসি, যেমনটি বেসেছিলাম।
আর আমি একা কখনোই নই, তুমি যে সবসময় থাকো আমার পরম দুখে।
আজও যেমন কাটবে নির্ঘুম, খুনসুটিময় রাত!!
১০টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সৃতি জাগানিয়া লেখা তিক্তর মাঝেও বেশ মধুর,
আজও শুনি তোমার কন্ঠ, আজও বাসভালো বড্ড।
রোকসানা খন্দকার রুকু
মন্তব্য উত্তর দেরিতে দেবার জন্য সরি। পাশে থাকুন। শুভ কামনা ও কৃতজ্ঞতা অশেষ।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় এক অনুভূতির ছোয়া কবি আপু ভাল থাকবেন
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ লিটন ভাই
ফয়জুল মহী
বই মেলা মানে সাহিত্য প্রেমিকদর ঈদ আনন্দ । তাই যাবো না যাবো না বলেও তোমার শহরে যেতে হয়। বই পড়ায় ডুব দিয়ে ভুলে যাবো তোমাকে
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন বললেন ভাই। সাহস করে গেলেই হলো। শুভ কামনা ভাই।
হালিমা আক্তার
সেই তুমি যদি থাকে পাশে নির্ঘুম রাত কি আর মনে থাকে। চমৎকার স্মৃতির গুহায় সাঁতার কাটা। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
মাঝে মাঝে না চাইলেও মন সাঁতার কাটতে নিয়ে যায়। ধন্যবাদ আপা।
মাছুম হাবিবী
খু্ব ভালো লিখেছেন।
রোকসানা খন্দকার রুকু
কৃতজ্ঞতা অশেষ।