১. আমার মনের ফুলদানিতে;
তোমায় রেখেছিলাম ভেবে ফুল,
মোটা মানিবেগে হারিয়ে গেলে
করলাম একি ভুল।
২. মানিবেগটা ছিল খালি;
ঝাড় দিলেই ঝরত বালি,
তাইতো তুমি গেলে ওগো
আমার মনের ফুলকলি।
৩. যখন তুমি বলতে মোরে
যাই চলনা বসুন্ধরার ফুড কোড,
পেটে আমার মোচড় দিতো
মনটা বলত ফুট ফুট।
৪. মুখে নাকি আমার শুধু
দারিদ্রতা গ্লেস মারে,
এর কারনে আমায় তুমি
ছুঁড়ে মারলে ডাস্টবিনে।
৫. ভালবাসাতো বর্তমানে
মিছে কিছু আশা,
টাকাই শুধু কেড়ে নিল
ভালবাসার ভাষা।
৬. আজো তোমার নিটোল পায়ে
রিনিক ঝিনিক ছন্দ,
আমার মনে জাগায় সেযে
আশা নিরাশার দন্দ।
৭. ভাবছি তোমায় পাব আবার
ভরলে মানিবেগটা,
খাবই না হয় ভালবাসার
আরো একটা ঝটকা।
৮. সপ্নগুলো ছুঁড়ে ফেলে
দিলে আমায় ফাঁকি,
হৃদয়ে আমার আজো শুধু
তোমার ছবিই আঁকি।
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য কারো জীবনের সাথে ডাইনে বামে চামে চিকনে গুম কিংবা অপহরনেও কোন মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন লেগেছে 🙂
চলুক ——-
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ মামা। চলবেতো অবশ্যই।
শুন্য শুন্যালয়
ফুলদানীতে মানিব্যাগ রাখছিলেন কেনো ভাই? ;?
টাকাই দুনিয়া, টাকাই প্রেম… না থাকলে ভালোবাসার কথা ভাবাই সেম … উদাস হইয়া যাবার ইমো
সীমান্ত উন্মাদ
মানিব্যেগ ফুলদানিতে রাখি নাই তারে রাখছিলাম. তাইনেতো তার মর্ম বুঝলো না। যাউগ্গা উন্মাদের ভালোবাসার কোন দাম নাই এইডাই আসল কতা। :p ;(
খসড়া
চমেতকার।
সীমান্ত উন্মাদ
আপনের জইন্য ধইন্যা।