তুমি চাইলে আমি বিহগের মতো গান গেয়ে যাব,
শুধু তোমায় শুনবো বলে।
তুমি চাইলে আমি স্রোতস্বিনী হব,
অবিরাম জল দেব তোমার জন্মভূমিকে।
তুমি চাইলে আমি নেতা হব, বিশ্বনেতা,
তোমার কথায় শাসন করব সারাবিশ্ব।
তুমি চাইলে আমি ঘাসফুল হব,
হওয়ায় দোল খাব তোমায় আনন্দ দেবার জন্য।
তুমি চাইলে আমি কবি হব,
তোমায় নিয়ে রচিব অজস্র কবিতা।
তুমি চাইলে আমি তোমার জন্য সব করব,
যা তুমি আমার কাছে চাইবে।
৭৫৩জন
৬৯৫জন
৪টি মন্তব্য
পপি তালুকদার
তুমি চাইলে রুমঝুম বৃষ্টির গান হবো
সারা দিন ঝরবো অঝোর ধারায়…
দারুণ কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য।
আরজু মুক্তা
কবিতা ভালো হয়েছে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অশেষ ধন্যবাদ প্রিয়।
সদা ভালো থাকবেন।