তোমার জন্য( শেষ পর্ব)

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ এপ্রিল ২০২১, শনিবার, ০৮:০৬:৫৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
তুমি চাইলে আমি বিহগের মতো গান গেয়ে যাব,
শুধু তোমায় শুনবো বলে।
তুমি চাইলে আমি স্রোতস্বিনী হব,
অবিরাম জল দেব তোমার জন্মভূমিকে।
তুমি চাইলে আমি নেতা হব, বিশ্বনেতা,
তোমার কথায় শাসন করব সারাবিশ্ব।
তুমি চাইলে আমি ঘাসফুল হব,
হওয়ায় দোল খাব তোমায় আনন্দ দেবার জন্য।
তুমি চাইলে আমি কবি হব,
তোমায় নিয়ে রচিব অজস্র কবিতা।
তুমি চাইলে আমি তোমার জন্য সব করব,
যা তুমি আমার কাছে চাইবে।
৭৫৩জন ৬৯৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ