আদিগন্ত উল্লাস মনে আছে –
মনে আছে আলো,
মনে আছে ভালোবাসা,
মনে আছে জল।
উৎসব মনে আছে, শরীরের ঘ্রাণ –
মনে আছে রিরংসাকাতর রাত্তির ।
আমার শরীরে আসে জোয়ার ,
নীল বিষে মৃত্যুর অধিক কাতর।
মনে আছে ভরসার হাত –
সুঘ্রাণ শ্বাসের তুমুল তুফান,
মনে আছে সমুদ্র, মিঠে চুম্বন –
মনে আছে রাত্তিরের গান।
মনে আছে আলো,
মনে আছে ভালোবাসা,
মনে আছে জল –
আমিই জাতিস্মর ; বিস্মৃত অমল।
চারুলতা আজ, যেকোনো মানবী
স্বেছায় ভুলেছে সকল।
১১টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
যা ভূলে ছিলাম তা আবার মনে পড়ে গেল ধন্যবাদ সাথে শুভকামনা
আগুন রঙের শিমুল
মনে পরলেই মন পোড়ে – পুড়ে শুদ্ধ হয়। অশেষ ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
অতীত স্বরনীয় সবই ছিল, মনে আছে আবছা আবছা। ভাল লাগলো ভাই।
আগুন রঙের শিমুল
অতীতে ভর করেই বর্তমান বাঁচে ভাই
মায়াবতী
রিরিং সাকাতর রাত্তি ! মানে কি ? মনে যা আইছিলো এই দাঁত ভাঙা শব্দ পইরা সব মন থেকা গেছে গা ! ;?
আগুন রঙের শিমুল
রিরংসা কাতর রাত্রি।
রিরংসা মানে – কাম, ষররিপুর একটা রিপু 🙂
মায়াবতী
;?
মৌনতা রিতু
মনের কোনায় এক ছোট্ট ড্রয়ার, তাকে তালা মেরে রাখাটাই ভালো।
যখন তাকে খুলে ফেলি দেখি ধুলো মলিন এক ডায়রির পাতা।
সুন্দর হয়েছে কবিতা।
আগুন রঙের শিমুল
যারা ভুলে যায় তারা ভালো থাকে,
তারাই অভিশপ্ত যারা মনে রাখে।
ধন্যবাদ আপনাকে 🙂
জিসান শা ইকরাম
আপনার কবিতা মানেই অন্য রকম কবিতা,
বিষণ্নতায় জড়ানো এক মায়া,
আগুন রঙের শিমুল
আমি ইচ্ছাকৃতভাবে দুঃখ পুষে রাখা মানুষ দাদা, এইজন্যই বিষন্নতা 😃