- তুমি চাইলে আমি বিহগের মতো গগন পথে উড়তে পারি,
বাঁধা আসলে তা উপেক্ষা করব।
তুমি চাইলে আমি জোনাকির মতো আলো দিব
যেখানে আলো নেই সেখানে।
তুমি চাইলে আমি আজীবন তোমার কাছে পরাধীন থাকব,
কোনো দিন স্বাধীন হতে চাইবো না,
শুধু তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য।
তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝরব অবিরাম,
কোনো অবস্থায় থামবো না।
তুমি চাইলে আমি সপ্ত পাথার জয় করব,
হাজারো কষ্ট করে।
তুমি চাইলে আমি জয়নুলের মতো রং তুলি দিয়ে ছবি আঁকব,
সেই স্মরণীয় দিনগুলোর।
৮৭০জন
৮০৭জন
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
সকল চাওয়া পূরণ হোক। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
শুভকামনা রইল
আরজু মুক্তা
চাওয়াগুলো পূরণ হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত
পপি তালুকদার
সুন্দর চাওয়া গুলো পূর্নতা পাক।
শুভকামনা রইলো নিরন্তর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।
শুভকামনা রইল