
তুমি বিশ্ব মানবের আস্থা
তৃপ্ত দিনে তৃষিত প্রান
শরীর বলছেনা কথা,
রোদে পোঁড়ার স্বভাব হলো
দিন মানবের ব্যথা!
শরীর বলে বিশ্রাম নাও
সময় বলে না,
কে ভুলাবে ক্ষুধার জ্বালা
তোমার শূন্যতা!
আমি বলি বলছ ঠিকই
সুখ তো কর্মস্হানে,
যতই গরম আসুক না কেন
লাজ ভুলিয়ে কাজটাই যে মানে।
বিশ্ব জুড়ে হচ্ছে কি,
ধ্বংস পথে মানব সৃষ্টি,
হিংসা দ্বন্দ/ বন্দী – কয়েদি
দুঃখী / সুখী/ কর্মস্হানে সকল সস্থি।
১০টি মন্তব্য
মনির হোসেন মমি
মুগ্ধ দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা,
ভালো থাকবেন শুভ কামনা //
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা! পাঠে মুগ্ধ হলাম। দাদার জন্য শুভকামনা থাকলো।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা //
সৌবর্ণ বাঁধন
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
শুভ কামনা সবসময়,
ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
হালিমা আক্তার
সময় কি আর শরীর বোঝে। ক্ষুধায় যখন পেট জ্বলে, বিশ্রাম তখন দুর পানে। বাস্তবতার ছোঁয়ায় নির্মল কবিতা। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
হু, একদম সত্য, পেটে ক্ষুধা থাকলে বিশ্রাম
অন্তহীন।
ভালো থাকবেন শুভ কামনা //
সাবিনা ইয়াসমিন
কাজের মাঝে থাকলে সকল মুশকিল থেকে নিস্তার পাওয়া যায়। পেটের অন্ন, শারীরিক সুস্থতা সবকিছু বজায় থাকে, পরচর্চা থেকে মুক্ত থাকা যায়। প্রতিটি মানুষের উচিৎ নিজেকে কর্মে নিয়োজিত রাখা।
শুভ কামনা রইলো, ভালো থাকুন প্রবাসে 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি কৃতজ্ঞতা ও মুগ্ধতা!
সত্যি বলেছেন দিদি, প্রতিটি মানুষের উচিৎ নিজেকে কাজে নিয়জিত রাখা।
ভালো থাকবেন দিদি শুভ কামনা //