
তুমি কি আপাদমস্তক আমার হবে ?
চিন্তায়, চেতনা, অহর্নিশি ভাবনায়
ঘরকান্নায় অগ্নি জলে ?
বেলা অবেলায় গল্পের আসরে
শ্রাবণের ঝড়ো বৃষ্টির উষ্ণতায়
হেমন্তের শেষ পূর্ণিমায়
জোছনা বিলাস দোসরে
তুমি কি আমার হবে, একান্তীয় ?
ক্লান্তিতে, অবকাশে, বিষণ্ণ প্রহরে
ব্যস্ততায়, জড়তায়, মনের অগোচরে
গোলাপের হাসিতে, হাছনার সুবাসে
তুমি কি আমার হবে, পূর্ণ খুশিতে ?
ধর্মে, কর্মে আরাধনায় উপাস্যে
প্রাপ্তিতে, বিয়োগে, আত্ম নিবেদনে
প্রেমে, বিরহে, অনুকুলে, প্রতিকুলে
স্পর্শে, অনুভবে, বাহ্যে , অন্তঃস্থলে
অঙ্গে, রঙ্গে ভোগে বিলাসে, হরষে
তুমি কি আমার হবে, একই বৃন্তে ?
রচনা কাল ঃ ২৯/০৫/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কত সুন্দর আকুতি ভরা প্রেমময় প্রকাশ কবি দা ভাল থাকবেন
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
ও
অনেক শুভ কামনা ❤️❤️🌹🌹
হালিমা আক্তার
ভালোবাসার চমৎকার আহ্বান। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ 🌹🌹❤️❤️
ও
অনেক শুভ কামনা ❤️❤️🌹🌹
রিতু জাহান
বাহ বাহ,,,
ভগ্নাংশ হৃদয় চাই না চাই পুরোটা জুড়ে,,,
খুবই ভালো লাগলো।
আকুতির আর্তচিৎকার পূর্ণতা পাক,,
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা ❤️❤️🌹🌹