তুমি কি আমার হবে ?

কামরুল ইসলাম ৩১ মে ২০২২, মঙ্গলবার, ১২:০৭:৫৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

তুমি কি আপাদমস্তক  আমার হবে ?

চিন্তায়, চেতনা, অহর্নিশি ভাবনায়

ঘরকান্নায় অগ্নি জলে ?

বেলা অবেলায় গল্পের আসরে

শ্রাবণের ঝড়ো বৃষ্টির উষ্ণতায়

হেমন্তের শেষ পূর্ণিমায়

জোছনা বিলাস দোসরে

তুমি কি আমার হবে,  একান্তীয় ?

ক্লান্তিতে,  অবকাশে,  বিষণ্ণ প্রহরে

ব্যস্ততায়,  জড়তায়, মনের অগোচরে

গোলাপের হাসিতে,  হাছনার সুবাসে

তুমি কি আমার হবে, পূর্ণ খুশিতে ?

ধর্মে, কর্মে আরাধনায় উপাস্যে

প্রাপ্তিতে,  বিয়োগে,  আত্ম নিবেদনে

প্রেমে, বিরহে, অনুকুলে, প্রতিকুলে

স্পর্শে, অনুভবে, বাহ্যে , অন্তঃস্থলে

অঙ্গে,  রঙ্গে ভোগে বিলাসে, হরষে

তুমি কি আমার হবে, একই বৃন্তে ?

 

রচনা কাল ঃ ২৯/০৫/২০২২

ঢাকা

৪৮৩জন ৪০৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ