
আমি কথা দিলাম, তুমি দিলে কন্ঠ সুর
কবিতা হয়ে প্রাণে বেঁজে উঠলো সুমধুর
আমি হাত বাড়ালাম, তুমি ছড়িয়ে দিলে আঁচল
জীর্ণ বুকে জেগে উঠে ভালবাসা পদদল
আমি ফুল দিলাম, তুমি মেলে দিলে প্রজাপতির ডানা
সুবাসে মহুয়ার হারালাম দুজন, মনের অজানা
আমি আকাশ দিলাম, তুমি তার মাঝে নীল
মেঘ শাবকের আলপনায়, তার বুক বর্ণীল
আমি সাগর দিলাম, তুমি তার তীরে ছোট্ট ছোট্ট ঢেউ
বুকের অতলের স্বপ্ন গুলো দুজনে ছাড়া জানবে না কেউ
আমি তোমায় এক পশলা বৃষ্টি দিলাম, তুমি রিম ঝিম ধ্বনি
চায়ের কাপে ভালবাসার উষ্ণতা, জেগে উঠে এমনি
আমি তোমাকে প্রেম দিয়েছি, স্বপ্ন দিয়েছি, তুমি দিয়েছো পূর্ণতা
সুখের ভুবনে দুজনার ভালবাসার জয়জয়কার, ছড়িয়ে গেছে বারতা ।
রচনা কাল ঃ ১৬/০৮/২০২২
ঢাকা
৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক ভাবনা কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই🌹🌹❤️❤️
হালিমা আক্তার
চমৎকার ভালোবাসার ছন্দ ময় ভাবনা। জীবন এমনি হোক। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু ❤️❤️🌹🌹