মানসপটে রেখেছি
অগ্নিস্নানে কেনা স্বতস্ফূর্ত ভালোবাসা,
নয়নের নয়নে দুই নয়নই তোমার দখলে।
যন্ত্রণাবিতস্ত্র রাত
স্বর্ণালী ভোরের সোনালি প্রভায়
হয়নি তাবত সমুজ্জ্বল,
চরাচরে আজ ভালবাসার রাস উৎসব
নিদাঘ মনে নিদান উত্তরণ
তোমার আচ্ছন্নতায়।
তবুও নিঃসঙ্গতার কঠিন কোটরে
আমি মহাজাগতিক পথিক এক
মহাহুংকার মহানাদের ভূতপূর্ব বেদনা।
বিটপি, সরোজিনী, পুস্প, বিহংগ
সর্প, শকুন, দাতালো খেঁচর, ক্রমিক খুনী,
সবই অনুপস্থিত
রোলকলের অসীম চিত্রপট থেকে,
মহাসংকোচনের অসমিয়া
উল্টোযাত্রায় পরিশিষ্টেও থাকেন কোনোকিছুই
সপ্তবর্ণা সাত আসমানে
সপ্তম স্বর্গের ওপারে
হঠাৎ মন্থর বোরাক যেমন,
ঠিক তেমনই –
‘মাকামে মাহমুদ’ এই তুমিহীনা শূন্যতা!
৬টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
তুমিহীনা শূণ্যতার ভেতর এমন কবিতা!
শেহজাদ আমান
হুম! শূন্যতার ভেতরে পরাবাস্তব কবিতা।
মোঃ মজিবর রহমান
তবুও নিঃসঙ্গতার কঠিন কোটরে
আমি মহাজাগতিক পথিক এক
বাস্তব
শেহজাদ আমান
ধন্যবাদ ভাই!
মৌনতা রিতু
ধুবলার চরে রাস উৎসব।
খুনিরা সব অনুপস্থিত থাক।
কবিতা ভাল হয়েছে।
তুমিহীনা এমন কবিতার শব্দ আসলে মন্দ কী। তুমিহীনাই থাক সব।
শেহজাদ আমান
পরামর্শের জন্য ধন্যবাদ!