
আমি তার জন্য আজো স্বপ্ন বুনি
নিয়মে অনিয়মে তার কথাই যেনো শুনি
তার জন্যই, তাকে ভাবি রোজ
তার ভালোতেই, তার কাছে আমি নিখোঁজ
তারে নিয়েই কবিতা, আনন্দ হাসির ছল
তার প্রেমেই, একাকীত্বের পদদল
তারে নিয়েই যেন ভুবন, চিন্তা চেতনা
তার কাছেই আমার, আজীবন চির বঞ্চণা
অহর্নিশি আমি, তার গান গাই
মনের ব্যকুলতায়, তার সব বৃথাই
তার উপস্থিতি নাই, নাই সম্ভাবনা
তবুও যেন তারে ছাড়া থাকা সম্ভব না
অষ্টেপৃষ্টে তার বাস, মনের গভীরে গাঢ়
যতোই দুরে থাকে, কাছে পাই যেন আরো
তার তরেই আমার, ধ্যান জ্ঞান, কাব্য মালা
তারে না পাওয়ার সুখ, আমায় করেছে সুফলা ।।
রচনা কাল ঃ ২৬/০৮/২০২২
ঢাকা
৬টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
না পাওয়ার সুখও অনেকসময় আনন্দিত করে।।।
শুভ কামনা কবিতায়।।।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু 🌹❤️
আলমগীর সরকার লিটন
সুন্দর কাব্যিক সুফলা এভাবেই সুগন্ধী ছড়ে পরে কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই ❤️🌹
সঞ্জয় মালাকার
না প
পাওয়ার সুখও অনেক সময় আনন্দিত করে,
কবিতা ভালো
খুব ভালো
থাকবেন শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা দাদা 🌹❤️